ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৭:১৭, ২৯ মে ২০১৮

৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রমজানে ভোগ্যপণ্যের অবাধ সরবরাহ এবং মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের উদ্যোগে চলছে পর্যবেক্ষণ এবং অভিযান। সোমবার চট্টগ্রাম নগরীর রেয়াজুদ্দিন বাজারে অভিযান চালিয়ে বেশকটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সকালে অভিযান চালায় রেয়াজুদ্দিন বাজারে। সেখানে পর্যবেক্ষণ করা হয় সরকারের বেঁধে দেয়া মূল্য তালিকা যথাযথভাবে মানা হচ্ছে কিনা। একটি মুদির দোকানে মূল্য তালিকা টাঙানো থাকলেও সে অনুযায়ী বিক্রি করা হচ্ছে না, এমন প্রমাণ পেয়ে সে দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে ওজনে কারসাজি এবং মূল্য তালিকা না রাখায় দুটি মাংসের দোকানসহ ৪টি দোকানকে আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৮ মে ॥ চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ও সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে সোমবার দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃ খায়রুল আলম, পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মাসুম আহম্মেদ, ডিএসবির ইন্সেপেক্টর নাজমুল হুদা ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডাঃ খাইরুল ইসলাম।
×