ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে খেলতে আশাবাদী সালাহ

প্রকাশিত: ০৭:০৭, ২৯ মে ২০১৮

বিশ্বকাপে খেলতে আশাবাদী সালাহ

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমে শুরু থেকে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেন মোহাম্মদ সালাহ। অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই লিভারপুলকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে তুলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য লিভারপুলের এই মিসরীয় ফরোয়ার্ডের। শনিবার চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়ে মাঠ ত্যাগ করতে বাধ্য হন তিনি। রিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসের বাজে ট্যাকলে মারাত্মক আঘাত পেয়ে মাঠ ছাড়লেও রাশিয়া বিশ্বকাপের আগে সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন লিভারপুলের মিসরীয় স্ট্রাইকার। কিয়েভে অনুষ্ঠিত হয় এবারের ফাইনাল। ইউরোপ সেরার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রিয়াল মাদ্রিদের দলপতি সার্জিও রামোসের সঙ্গে চ্যালেঞ্জে বাম কাঁধে আঘাত পেয়ে প্রথমার্ধের ৩০ মিনিটে মাঠ ত্যাগ করেন সালাহ। শেষ পর্যন্ত ম্যাচে লিভারপুল ৩-১ গোলে পরাজিত হয়। অলরেডদের হারিয়ে ইতিহাসের প্রথম দল হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা উঁচিয়ে ধরে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচ শেষে লিভারপুলের অভিজ্ঞ কোচ জার্গেন ক্লপ ম্যাচ শেষে গণমাধ্যমের কাছে বিশ্বকাপে প্রিমিয়ার লীগের গোল্ডেন বুট বিজয়ী সালাহ’র খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। কিন্তু মিসরীয় ফুটবল এ্যাসোসিয়েশন টুইটারে দেয়া এক বার্তায় অন্য কথা জানায়। তাদের মতে লিভারপুলের মেডিক্যাল দলের কাছ থেকে যা তথ্য পাওয়া গেছে তার ফলশ্রুতিতে সালাহ সময়মতোই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। রবিবার সারাদিনই সালাহ’র ইনজুরি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, এ বিষয়ে বার্তাও এসেছে ভিন্ন ভিন্ন। সৌদি আরব স্পোর্টস অথরিটির চেয়ারম্যান ও ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের সভাপতি টার্কি আল-শেখ দাবি জানিয়েছেন ইনজুরির কারণে দুই মাস সালাহকে মাঠের বাইরে থাকতে হবে। তবে সালাহ নিজে বিষয়টি নিয়ে টুইটারে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টার করেছেন। একইসঙ্গে তিনি সকলের কাছে দোয়াও প্রার্থনা করেছেন। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড লিখেছেন, ‘এটা সত্যিকার অর্থেই বেশ কঠিন একটি রাত ছিল। কিন্তু আমি একজন লড়াকু। সব কিছুকে পেছনে ফেলে রাশিয়ায় খেলার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। আমি মিসরকে গর্বিত করতে চাই। তবে এই মুহূর্তে সকলের সমর্থন জরুরী, যা আমাকে শক্তি যোগাবে।’ বিশ্বকাপের প্রথম পর্বে গ্রুপ ‘এ’ তে মিসরের প্রতিপক্ষ সৌদি আরব, উরুগুয়ে এবং স্বাগতিক রাশিয়া। গত বছর জুলাইয়ে রোমা থেকে ৩৬.৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুলে যোগ দিয়েছিলেন সালাহ। কিন্তু সাবেক এই চেলসি ফরোয়ার্ড পুনরায় প্রিমিয়ার লীগে ফিরেই এবারের মৌসুমে নিজেকে দুর্দান্তভাবে প্রমাণ করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল করে পেশাদার ফুটবলার্স এ্যাসোসিয়েশন ও ফুটবলার্স রাইটার্স এ্যাসোসিয়েশনের বিবেচনায় বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন।
×