ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিজ খেলতে আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল

প্রকাশিত: ০৭:০৬, ২৯ মে ২০১৮

সিরিজ খেলতে আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট মর্যাদা পাওয়ার ১৮ বছর পেরিয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য তখন থেকেই। আর সবেমাত্র সহযোগী সদস্য থেকে পূর্ণ সদস্যপদ লাভ করেছে আফগানিস্তান ক্রিকেট দল, খেলেনি এখন পর্যন্ত টেস্ট। এরপরও আসন্ন টি২০ সিরিজে ফেবারিট আফগানিস্তান। কারণটা আইসিসি র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা। দীর্ঘদিন ধরেই টি২০ র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে আফগানরা এবং ১০ নম্বরে বাংলাদেশ দল। এবার আগামী মাসের শুরুতেই সেই আফগানিস্তানের মুখোমুখি হতে আজ দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব আল হাসানের নেতৃত্বে দলের সঙ্গে শুধু নেই ওপেনার তামিম ইকবাল। তিনি বিশ্ব একাদশের হয়ে বৃহস্পতিবার লর্ডসে টি২০ ম্যাচ খেলতে এখন ইংল্যান্ডে। বাকিরা সকালেই রওনা হবেন ভারতের উদ্দেশ্যে। বাংলাদেশ দলের নিশ্চিতভাবেই লক্ষ্য সিরিজ জয়, তবে র‌্যাঙ্কিংয়ে উন্নতির দিকেও মনোযোগ টাইগারদের। জুনের ৩, ৫ ও ৭ তারিখে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। আজ সকাল দশটায় দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। জাতীয় দলের ম্যানেজার হিসেবে আবার দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, সকাল দশটায় দলের ফ্লাইট। যেহেতু দেরাদুনে সরাসরি ফ্লাইট নেই, তাই টিম বাংলাদেশের প্রথম গন্তব্য হবে দিল্লী। ঢাকা-দিল্লী ফ্লাইটের পর বাংলাদেশ দলকে দিল্লী-দেরাদুন কানেক্টিং ফ্লাইট ধরতে হবে। মাত্র একদিনের জন্য দেশে না ফিরে ভারতেই থাকতে পারতেন টি২০ অধিনায়ক সাকিব। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচ খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে। কিন্তু সোমবার দেশে ফিরেছেন টি২০ অধিনায়ক। গত ফেব্রুয়ারিতে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজে তিনি দলকে নেতৃত্ব দিতে পারেননি, মার্চে শ্রীলঙ্কায় হওয়া ত্রিদেশীয় নিাদাহাস ট্রফিতেহও তিনি মাত্র শেষ দুটি ম্যাচে খেলতে পেরেছিলেন ইনজুরির কারণে। তবে এখন টানা দেড় মাস আইপিএলে নির্বিঘেœই খেলেছেন। এখন পূর্ণ ছন্দে আছেন দেশসেরা এ ক্রিকেটার। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এই দুজনের ভারতের পরিবেশের সঙ্গে আর খাপ খাইয়ে ওঠার জন্য বাড়তি সময়ের প্রয়োজন হবে না। দেরাদুনে কখনও খেলা হয়নি এটাই একমাত্র চিন্তার বিষয়। তবে সাকিব দাবি করলেন, প্রায় একই রকম আবহাওয়া থাকবে দেরাদুনে। সে কারণে কন্ডিশন নিয়ে কোন সমস্যা নেই। এখন বাংলাদেশে যেমন গরম আবহাওয়া দেরাদুনেও প্রায় একই রকম পরিবেশ। তবে উইকেট নিয়ে একটা সংশয় থাকছেই। যদিও সাকিবসহ ম্যানেজার সুজন দাবি করছেন ভারতের উইকেট চিরাচরিতভাবে যেমন হয়, দেরাদুনেও তেমনটাই হবে। কখনও আন্তর্জাতিক ম্যাচ না হলেও তেমনটাই প্রত্যাশা করছে বাংলাদেশ দলের সবাই। তাছাড়া ১ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগও পাচ্ছেন সাকিবরা। সবকিছু ছাপিয়ে এবার আলোচনার মূলে আফগানিস্তানের র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা এবং তাদের দুই ভয়ানক স্পিনার। লেগস্পিনার রশিদ খান এবং তরুন অফস্পিনার মুজিব-উর-রেহমান। এ দুই স্পিনারকে সামাল দেয়া নিয়ে প্রায় নিয়মিতই আলোচনা হয়েছে। কিন্তু এই দু’জনকে নিয়ে ভাবতে নারাজ সাকিব নিজেই। তার মতে, সারা বিশ্বে অনেক ভাল স্পিনার আছে। তাই ভাল ব্যাটসম্যান থাকলে কাউকেই মোকাবেলা করা অসম্ভব নয়। আর ম্যানেজার খালেদ মাহমুদ সুজনতো কিছুদিন আগে জানিয়েই দিয়েছেন যে কোন সময় যেকোন কন্ডিশনে আফগানিস্তানকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশে। এ সিরিজেও প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কোর্টনি ওয়ালশ। তিনি জানিয়েছেন, আমরা তাদের বিপক্ষে ভারতের মাটিতে খেলব, তারা টি২০ র‌্যাঙ্কিংয়েও এগিয়ে। এটা মাথায় রাখতে হবে। ২০২০ টি২০ বিশ্বকাপের আগে আমাদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটাতে হবে। আমরা সেই চেষ্টাতেই আছি। ওয়ানডে সংস্করণের মতো টি২০ ক্রিকেটে তেমন উন্নতিটা করতে পারেনি বাংলাদেশ দল। র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে টাইগাররা। অন্যদিকে আফগানিস্তান ৮ নম্বরে। তাদের বিপক্ষে জুনে দেরাদুনে মুখোমুখি হবে টাইগাররা। তাই আফগানদের হারিয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করার দিকে চোখ বাংলাদেশের। কিন্তু দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন ভিন্ন কথা। অবশ্য র‌্যাঙ্কিং নিয়ে ভাবছেন না তিনি। তার মূল লক্ষ্য আফগানদের বিপক্ষে সিরিজ জয়। আর তা করতে পারলে এমনিতেই র‌্যাঙ্কিংয়ে উন্নতি হবে বলে জানান সাবেক এ অধিনায়ক।
×