ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ জিততে মরিয়া মেসি

এখনও শতভাগ ফিট নন নেইমার

প্রকাশিত: ০৭:০৫, ২৯ মে ২০১৮

এখনও শতভাগ ফিট নন নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ সম্ভবত ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে মাঠে নামবেন লিওনেল মেসি। বার্সিলোনার হয়ে ভূরি ভূরি শিরোপা জিতলেও আর্জেন্টিনার জার্সি গায়ে কিছুই জিততে পারেননি খুদে জাদুকর। এবার তাই বার্সার একটি শিরোপা বাদ দিয়ে হলেও বিশ্বকাপ ট্রফি জিততে চান আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে ব্রাজিলের হেক্সা মিশনে দলটির সেরা তারকা নেইমার এখনও শতভাগ ফিট নন বলে জানা গেছে। ৩০ বছর বয়সী মেসি ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে খেলেছেন। জার্মানির কাছে ১-০ গোলে হেরে যায় তার দল আর্জেন্টিনা। শুধু তাই নয়, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালেও হার দেখতে হয় তাকে। এই মৌসুমে কোপা ডেল রে, লা লীগা জিতে বার্সায় শিরোপার সংখ্যাটা ৩২’এ নিয়ে গেছেন মেসি। হয়েছেন পাঁচবার বিশ্বসেরা খেলোয়াড়। অথচ জাতীয় দলে নেই কোন মর্যাদার ট্রফি। এবার তাই মরিয়া স্বপ্নের ট্রফি জিততে। মেসি বলেন, বার্সিলোনার একটি শিরোপার পরিবর্তে আমি জাতীয় দলের শিরোপা নিতে প্রস্তুত। আর্জেন্টিনার হয়ে একটি শিরোপা জয় হবে অতুলনীয়। এবারের বিশ্বাকপে আর্জেন্টিনা ‘ডি’ গ্রুপে খেলবে। তাদের সঙ্গে আছে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া এবং নাইজিরিয়া। আইসল্যান্ডের বিপক্ষে মেসিদের প্রথম ম্যাচ ১৬ জুন। এদিকে আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় হার্নান ক্রেসপো দাবি করছেন, মেসির কারণেই মাউরো ইকার্ডিকে দলে রাখেননি কোচ জর্জ সাম্পাওলি। ইকার্ডি নাকি মেসির বন্ধু নন। ক্রেসপো মনে করেন, পেনাল্টি বক্সের মধ্যে ইকার্ডি এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়। তার কথার পেছনে যুক্তিও আছে। কেননা এই মৌসুমে ইতালিয়ান সিরি এ লীগে ইকার্ডি দারুণ খেলেছেন। ২৮ গোল করে ইতালির লীগে দ্বিতীয় সর্বাধিক গোলদাতা তিনি। আর সেই ইকার্ডিকেই কি না রাশিয়া বিশ্বকাপের দলে রাখেননি সাম্পাওলি। ক্রেসপো বলেন, আমার মনে হয় ইকার্ডি মেসির বন্ধু নয়। জাতীয় দল এখন একটা ম্যাজিক গ্রুপে চলে। আমার কথা বুঝলেন তো? ইকার্ডি সেই গ্রুপের কেউ নন। তার মতো একজন স্ট্রাইকার আর্জেন্টিনার দরকার। অথচ মেসি ও সাম্পাওলি ভাবলেন উল্টোটা। ইনজুরি থেকে ফিরে এখন নিজেকে প্রস্তুত করার মিশনে আছেন ব্রাজিলের সেরা তারকা নেইমার। দিনকয়েক আগে জানা গিয়েছিল, পুরোপুরি ফিট হওয়ার পথে তিনি। কিন্তু সোমবার নেইমার নিজেই জানিয়েছেন তিনি এখনও শতভাগ ফিট নন। গত ফেব্রুয়ারিতে পায়ের অস্ত্রোপচারের পর গত ৩ জুন থেকে অনুশীলন শুরু করেছেন নেইমার। তবে এখনও শতভাগ ফিটনেস ফিরে পাননি বিশ্বের সবচেয়ে দামি ২৬ বছর বয়সী এই ফুটবল তারকা। নেইমার বলেন, আমি এখনও শতভাগ ফিট নই। সময়ের সঙ্গে সঙ্গে হয়ত সেটি ফিরে পাব। তবে এখনও বেশকিছু অস্বস্তি রয়ে গেছে। পূর্ণ সামর্থ্য ফিরে পেতে আরও কিছুদিন সময় লাগবে। বিশ্বকাপে রোস্টভে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে সাবেক চ্যাম্পিয়ন ব্রাজিল। এর আগে ফিটনেস ফিরে না পেলে প্রথম ম্যাচে নেইমারের খেলা নিয়ে সন্দেহ থাকবে। তবে বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত বলে জানান তিনি। এ প্রসঙ্গে নেইমার বলেন, আমি খেলার জন্য প্রস্তুত। কোন কিছুই আমাকে দমিয়ে রাখতে পারবে না। এই মুহূর্তে কিছু সমস্যার মুখোমুখি হবার কারণ হচ্ছে আমি প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলাম। তবে এসব বিষয় আমাকে থামিয়ে রাখতে পারবে না। বিশ্বকাপ নিয়ে কথা বলার পাশপাশি পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যাওয়ার খবরকে অস্বীকার করেছেন নেইমার। জানিয়েছেন এটি সম্পূর্ণ বাজে কথা। এ প্রসঙ্গে সেলেসাও তারকা বলেন, আমার ফোকাস এখন জাতীয় দল নিয়ে। মানুষ আজেবাজে কথা বলছে। আপাতত পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়ার প্রশ্নই আসে না।
×