ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবাহনী-মেরিনার ‘হাইভোল্টেজ ম্যাচ’ আজ

প্রকাশিত: ০৭:০৪, ২৯ মে ২০১৮

আবাহনী-মেরিনার ‘হাইভোল্টেজ ম্যাচ’ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ একদিকে সর্বাধিক পাঁচবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। অন্যদিকে একবাবের এবং বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লীগে আজ এই দুই দল মুখোমুখি হচ্ছে লীগের প্রথম পর্বের শেষ ম্যাচে (ম্যাচ নম্বর ৬৬)। ঢাকার গুলিস্তানের মওলানা ভাসানী স্টেডিয়ামে নীল টার্ফে হাইভোল্টেজ ও উত্তেজনাকর খেলাটি শুরু হবে বিকেল ৪টায়। এর আগে একই ভেন্যুতে আগের ম্যাচে দুপুর ২টায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাব মোকাবেলা করবে পুলিশ স্পোর্টস ক্লাবের। দু’দলের পয়েন্ট ১১ খেলায় ৭। তবে বেশি গোল করায় পুলিশ (১৬ গোল, বাংলাদেশ এসসি ১১ গোল) আছে বাংলাদেশ এসসির একধাপ ওপরে (পুলিশের অবস্থান ১২ দলের মধ্যে নবম)। বাইলজ অনুযায়ী এই লীগ অনুষ্ঠিত হবে দুটি পর্বে। একটি সিঙ্গেল লীগ, অপরটি সুপার ফাইভ লীগ। প্রথম পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া পাঁচ দল খেলবে সুপার ফাইভ পর্বে। প্রথম পর্বে অর্জিত পয়েন্ট যোগ করে সুপার ফাইভ লীগের স্থান নির্ধারিত হবে। প্রথম পর্বের গোলসংখ্যা সুপার ফাইভে যোগ হবে না। শুধু সুপার ফাইভে পক্ষে এবং বিপক্ষে গোল পার্থক্য স্থান নির্ধারণের জন্য ধরা হবে (চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল ব্যতীত)। প্রথম পর্ব ও সুপার ফাইভ খেলা শেষে দুই লীগের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে লীগ চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে রানার্সআপ হিসেবে ঘোষণা করা হবে। তবে কেবলমাত্র চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের ক্ষেত্রে পয়েন্ট সমান হলে গোল পার্থক্য ধরা হবে না। সেক্ষেত্রে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলের সংখ্যা অধিক হলে প্লে অব ম্যাচ অনুষ্ঠিত হবে। প্লে অব ম্যাচ ড্র হলে শূট আউটের মাধ্যমে খেলার ফল নিষ্পত্তি করা হবে। সেই হিসেবে সুপার ফাইভের প্রথম পাঁচটি দল ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে। দলগুলো হলোÑ মোহামেডান, মেরিনার, আবাহনী, সোনালী ব্যাংক এবং এ্যাজাক্স স্পোর্টিং। দলগুলোর পয়েন্ট যথাক্রমে ৩৩, ২৭, ২৭, ২১ এবং ১৯। আবাহনী এবং মেরিনারের সমান খেলায় সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে মেরিনারের (+৬৩) চেয়ে অনেকটাই এগিয়ে আবাহনী (+৭৩)। ফলে পয়েন্ট টেবিলে তারা আছে দুইয়ে, তিনে মেরিনার। মেরিনারের গোল যেখানে ৬৮, সেখানে আবাহনীর গোল চলতি লীগে সব দলের জেয়েই বেশি, ৭৭। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করা মোহামেডানের (৭০ গোল) চেয়েও যা ৭টি বেশি। আজকে এই দুই দলের লড়াই হচ্ছে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান অধিকার করে সুপার ফাইভ শুরু করার লড়াই। আর এই লড়াইয়ে বেশ সুবিধাজনক অবস্থানেই আছে আবাহনী। কেননা আজকের ম্যাচে পয়েন্ট টেবিলে দ্বিতীয় সেরা হতে তাদের কমপক্ষে ড্র করলেই চলবে। সেক্ষেত্রে জেতা ছাড়া কোন উপায় নেই মেরিনারের। তাছাড়া তাদের পুরনো একটি হিসেব চুকানোরও ব্যাপার আছে। প্রতিশোধ নেয়ার হিসেব। গত ২২ এপ্রিল এই ভেন্যুতেই খাজা রহমত উল্যাহ ক্লাব কাপ হকির ফাইনালে সোহানুর রহমান সবুজের পিসি গোলে ১-০ ব্যবধানে আবাহনীর কাছে হেরে শিরোপাবঞ্চিত হয়েছিল মেরিনার। আর জিতে শিরোপা অক্ষুণœ রেখেছিল আবাহনী। কাজেই আজ কড়ায়-গ-ায় বদলা নিতে মেরিনার যে মুখিয়ে থাকবে, তাতে কোন সন্দেহ নেই। আজকের ম্যাচের প্রসঙ্গে ফেরা যাক। আবাহনীর ডিফেন্স বেশ মজবুত, এ পর্যন্ত তারা যে ৪টি গোল হজম করেছে, তা সবার চেয়ে কম। মেরিনারও কম যায় না। আবাহনীর চেয়ে তারা গোল হজম করেছে মাত্র ১টি বেশি। অথচ মজার ব্যাপারÑ এই দু’দলই কি না চলতি লীগে মাত্র একবার তেতো হারের স্বাদ পেয়েছে। আর এই হারের স্বাদ তাদের উপহার দিয়েছে মোহামেডান (আবাহনীকে ২-১ এবং মেরিনারকে ৩-১ গোলে হারিয়ে)! এখন দেখার বিষয়, আজকের ম্যাচে আবাহনীকে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান নিশ্চিত করার পাশাপাশি প্রতিশোধটাও নিতে পারে কি না মেরিনার। আবাহনীর জয়গুলো ॥ আবাহনী চলতি লীগে হারিয়েছে যথাক্রমে পুলিশকে ১০-০, ভিক্টোরিয়াকে ৮-০, বাংলাদেশ এসসিকে ১০-০, এ্যাজাক্সকে ৫-১, আজাদকে ১০-০, সাধারণ বীমাকে ৬-০, ওয়ারীকে ৫-০, ওয়ান্ডারার্সকে ১৩-০ (চলতি লীগে সবচেয়ে বড় ব্যবধানে জয়) এবং সোনালী ব্যাংককে ৯-১ গোলে। মেরিনারের জয়গুলো ॥ মেরিনার চলতি লীগে হারিয়েছে যথাক্রমে ভিক্টোরিয়াকে ৪-০, পুলিশকে ১০-১, আজাদকে ৭-০, এাজাক্সকে ৬-০, সাধারণ বীমাকে ৬-০, ওয়ারীকে ৮-০, সোনালী ব্যাংককে ৮-০, বাংলাদেশ এসসিকে ৮-১ এবং ওয়ান্ডারার্সকে ৯-০ গোলে।
×