ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানকেই এগিয়ে রাখছেন সাকিব

প্রকাশিত: ০৭:০৩, ২৯ মে ২০১৮

আফগানিস্তানকেই এগিয়ে রাখছেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ এর আগে দুইবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ফাইনাল খেলেছিলেন। দুবারই শিরোপা জয়ের আনন্দ করতে পেরেছিলেন। তবে তৃতীয়বার পারলেন না ভিন্ন দলের হয়ে ফাইনালে উঠে। ওয়ানডে ও টেস্টের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার শিরোপার স্বাদ নিতে পারলেন না। রবিবার আইপিএল ফাইনালের পর সোমবার দুপুরেই দেশে ফিরেছেন তিনি। আর ফিরেই গণমাধ্যমের একটি প্রশ্নে বিরক্তি প্রকাশ করলেন। ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের টি২০ সিরিজে খুব বেশি আলোচনা হচ্ছে তাদের লেগস্পিনার রশিদ খানকে নিয়ে। কিন্তু সাকিব দাবি করলেন তাকে নিয়ে খুব বেশি আলোচনা করার প্রয়োজন নেই। কারণ সারাবিশ্বে অনেক ভাল বোলার আছে এবং ভাল ব্যাটসম্যানরা তাদের ভালভাবেই সামলাতে পারে। কিন্তু আইসিসি র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তান ৮ নম্বরে আর বাংলাদেশ ১০ নম্বরে। সে কারণে সাকিব মনে করেন আসন্ন সিরিজে আফগানিস্তানই ফেবারিট। আজই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতের উদ্দেশে রওনা হবে। এর মাত্র দুদিন আগে আইপিএল শেষ হওয়াতে, গুঞ্জন ছিল হয়ত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা সাকিব ভারতেই থেকে যাবেন। তবে কোয়ালিফায়ার পর্ব শুরুর আগেই সন্তানসহ তার সহধর্মিণী ভারতে যাওয়ার কারণে তাদের নিয়ে দেশে ফিরেছেন সাকিব সোমবার দুপুরেই। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ইফতার মাহফিলে জাতীয় দলের অন্যদের সঙ্গে যোগ দিয়েছেন। আজই দলের সঙ্গে আবার ভারতে যাওয়ার কথাও রয়েছে তার। সাকিব এবার নিয়ে মোট ৮ মৌসুম আইপিএলে খেলেছেন। তবে এবারই প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ম্যাচেই খেলেছেন তিনি। কোন ম্যাচেই তাকে একাদশের বাইরে রাখতে পারেনি হায়দরাবাদ। তবে রবিবার রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সাকিবের দল হায়দরাবাদ শিরোপার লড়াইয়ে শেন ওয়াটসন ঝড়ে উড়ে গেছে। ফাইনালে ব্যাট হাতে ১৫ বলে ২৩ রান করলেও বোলিংয়ে ছিলেন নিষ্প্রভ। ১ ওভারে ১৫ রান দিলেও উইকেট পাননি। পুরো আসরেই ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি সাকিব। তবে বল হাতে বেশ সফল ছিলেন তিনি এবং পুরো টুর্নামেন্টেই হয়েছেন ব্যাপকভাবে প্রশংসিত। ১৭ ম্যাচে ৭.৩৯ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ১৪টি। এবারের আসরে তার সেরা বোলিং ফিগার ৩-১৭। ব্যাটিংয়ে সেরা ইনিংস ছিল ৩৫ রানের। ১২১.৩১ স্ট্রাইকরেট ও ২১.৭২ গড়ে ২৩৯ রান এসেছে তার ব্যাট থেকে। নিজের নৈপুণ্যের বিষয়ে সাকিব বলেন, ভালই। হয়ত আরও একটু ভাল হতে পারত। তবে আমি সন্তুষ্ট; দলের ফলাফলের পাশাপাশি আমার পারফর্মেন্সেও। ব্যাটিংয়ে কিছুটা অতৃপ্তি আছে। প্রতি ম্যাচে ভাল শুরুর পরও ইনিংস লম্বা করতে পারিনি। ইনিংসগুলোকে আরও বড় করার সুযোগ ছিল। এবার ভাবনা শুধু বাংলাদেশ দলের হয়ে আসন্ন আফগানিস্তান সিরিজ নিয়ে। আজই দেরাদুনে যাবে বাংলাদেশ দল। এই সিরিজ শুরুর আগেই দেশজুড়ে আলোচনা হচ্ছে আফগান লেগস্পিনার রশিদকে নিয়ে। তিনি আইপিএলে ছিলেন সাকিবেরই সতীর্থ। কিন্তু রশিদকে নিয়ে এত বেশি আলোচনায় রীতিমতো বিরক্ত সাকিব, তাকে নিয়ে আলোচনাটা আসলে কারা করছে? সাংবাদিকরা প্রশ্ন করলে ক্রিকেটাররা উত্তর দিচ্ছে নাকি ক্রিকেটাররাই আলোচনা করছে? সবাইতো ভাল বোলার। আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলে সবাই ভাল বোলার। তাই কেউ ভাল বল করবে কেউ খারাপ বল করবে। ভাল ব্যাটসম্যানরা সেটাকে ভালভাবে সামলাবে সেটাই নিয়ম। তবে আইপিএলে খেলার সুবাদে ভারতে এক মাসের বেশি থাকাটা এখন দেরাদুনে কাজে লাগবে সাকিবের। এ বিষয়ে তিনি বলেন, একই কন্ডিশন, একই জায়গায় খেলা হবে। তাই অভিজ্ঞতাটা অবশ্যই কাজে আসবে। যদিও দেরাদুনে আমাদের কোন ম্যাচ হয়নি। তারপরেও আমার মনে হয় কন্ডিশন একই হবে। ভারতে সাধারণত যে ধরনের উইকেট থাকে ওই ধরনেরই হবে। এরপরও আফগান ‘জুজু’ আছেই। ঘরের মাটিতে আয়োজিত ২০১৪ টি২০ বিশ্বকাপে আফগানদের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ দল। এছাড়া একই বছর এশিয়া কাপেও হেরে গিয়েছিল। আবার র‌্যাঙ্কিংয়েও এগিয়ে তারা। এ বিষয়ে সাকিব বলেন, আসলে টি২০-তে ফেবারিট বা অ-ফেবারিট এ ধরনের কোন তকমা থাকে না। যে কোন দল যে কোন সময় যে কাউকে হারাতে পারে। তবে যেহেতু আফগানিস্তান আমাদের চাইতে দুই ধাপ এগিয়ে তাই আমি বলব ওরাই ফেবারিট।
×