ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বসুন্ধরা পেপারের আইপিও লটারি বুধবার

প্রকাশিত: ০৬:৪৪, ২৯ মে ২০১৮

বসুন্ধরা পেপারের আইপিও লটারি বুধবার

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসা বসুন্ধরা পেপার মিলসের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারি অনুষ্ঠান আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ওইদিন বেলা ১১টায় বসুন্ধরা কনভেনশন মিলনায়তন-১, কুড়িল এ কোম্পানির আইপি লটারি অনুষ্ঠিত হবে। কোম্পানির মোট ৭৫ কোটি টাকার বিপরীতে ৬৮৩ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ৬০০ টাকার আবেদন পড়েছে। সেই হিসাবে ৯.১২ গুণ আইপিও আবেদন পড়েছে। ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত কাট অফ প্রাইস ৮০ টাকায় ইলিজিবল ইনভেস্টরদের (ইআই) কাছে আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭২ টাকা দরে শেয়ার ইস্যু করবে বসুন্ধরা পেপার। কোম্পানিটির ১০০টি শেয়ারে লট ধরা হয়েছে। সাধারণ বিনিয়োগকারীরা প্রতি লটে ৭ হাজার ২০০ টাকায় আইপিও আবেদন করতে পারবেন। তথ্যানুসারে, বসুন্ধরা পেপার পুঁজিবাজারে ২ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৬৬৭টি শেয়ার ইস্যুর মাধ্যমে ১৯৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৫২ টাকা সংগ্রহ করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×