ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম দিনের তুলনায় কম লেনদেন হচ্ছে ২০ কোম্পানির

প্রকাশিত: ০৬:৪৩, ২৯ মে ২০১৮

প্রথম দিনের তুলনায় কম লেনদেন হচ্ছে ২০ কোম্পানির

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত তিন বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির শেয়ার দর প্রথম দিনে লেনদেনের তুলনায় কম দরে লেনদেন হচ্ছে। ২০১৫, ১৬ এবং ১৭ সালে মোট ২৮টি কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে ২০টি কোম্পানির শেয়ার দর প্রথম দিনের থেকে কমে লেনদেন হচ্ছে। ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিগুলোর মধ্যে সিএ্যান্ডএ টেক্সটাইল রয়েছে প্রথম অবস্থানে। প্রথম দিনের লেনদেন থেকে এই কোম্পানির শেয়ার এখন ৭০ শতাংশ কম দরে লেনদেন হচ্ছে। ৩০ শতাংশের বেশি শেয়ার দর কমে লেনদেন হচ্ছে ১৪টির বা ৫০ শতাংশ কোম্পানির। প্রথম লেনদেনের তুলনায় কম দরে লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে, সিএ্যান্ডএ টেক্সটাইল, ন্যাশনাল ফিড, জাহিন স্পিনিং, তসরিফা ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক এ্যাক্সেসরিজ, আমান ফিড, কেডিএস এ্যাক্সেসরিজ, রিজেন্ট টেক্স, আইটিসি, ড্রাগন সোয়েটার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, একমি ল্যাবরেটরিজ, ইভিন্স টেক্সটাইল, ইয়াকিন পলিমার, ফরচুন সুজ, প্যাসেফিক ডেনিম, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, নূরানী ডাইং, ওয়াই ম্যাক্স এবং নাহী এ্যালুমিনিয়াম।
×