ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে সিডিসিধারী জাহাজী নাবিকদের বেকারত্ব বেড়েই চলেছে

প্রকাশিত: ০৬:৪২, ২৯ মে ২০১৮

দেশে সিডিসিধারী জাহাজী নাবিকদের বেকারত্ব বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশে সিডিসিধারী (কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট) জাহাজী নাবিকদের বেকারত্বের হার যেখানে ক্রমাগত হারে বাড়ছে সেখানে মার্চেন্ট শিপিং অডিন্যান্স পরিপন্থী আইডিধারীদের (আইডেন্টিটি ডকুমেন্ট) নিবন্ধিত করার চূড়ান্ত প্রক্রিয়া চলছে। বিষয়টি প্রশিক্ষিত বেকার সিডিসিধারী নাবিক মহলে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে। চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট থেকে পাস করা প্রশিক্ষিত নাবিক নিবন্ধিত সংখ্যা বর্তমানে ৩ হাজার ৭শ’র ও বেশি। এরমধ্যে দেড় সহস্র্রাধিক কর্মে নিয়োজিত আছেন। বিগত চার বছরে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট থেকে পাস করা প্রশিক্ষিত ৫৫০ নাবিকের মধ্যে মাত্র ৩৬০ জন জাহাজে চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন। অভিযোগ উঠেছে, ২ হাজার ৯৮০ জন আইডিধারীর ইন্টারভিউ নেয়ার যে চূড়ান্ত করা হয়েছে এদের অধিকাংশের জাহাজে চাকরির অভিজ্ঞতার সার্টিফিকেট ভুয়া। নৌপরিবহন অধিদফতরের এক শ্রেণীর দুর্নীতিবাজদের যোগসাজশে অনভিজ্ঞ এসব আইডিধারীদের নিয়োগ প্রক্রিয়া চলছে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এ জাতীয় ভুয়া আইডিধারীরাই বিদেশী জাহাজে চাকরি নিয়ে বিশ্বের বিভিন্ন বন্দরে পৌঁছার পর পালিয়ে যাওয়ার ঘটনা রয়েছে। যা দেশের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত। সূত্র জানায়, নৌপরিবহন অধিদফতর থেকে সীম্যানস আইডি এবং রেকর্ড বুকপ্রাপ্ত তালিকাভুক্ত দক্ষ সুপারনিউমারিং ওয়েল্ডার, ফিটার ও নাবিকদের অনুকূলে সিডিসি প্রদানের নীতিমালায় যেসব শর্ত দেয়া রয়েছে এসব আইডিধারীদের নিয়োগের প্রক্রিয়াটি প্রকাশিত গেজেটের পরিপন্থী।
×