ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছাইমেঘে ঢাকা দ্বীপ

প্রকাশিত: ০৬:৩৯, ২৯ মে ২০১৮

ছাইমেঘে ঢাকা দ্বীপ

যুক্তরাষ্ট্রের হওয়াইয়ের মার্শাল দ্বীপে রবিবার কিলাউয়ে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। এতে ছাইমেঘ গোটা দ্বীপকে ঢেকে ফেলেছে। মেঘগুলো পশ্চিম দিকে যেতে পারে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, এই ছাইমেঘ মাইক্রোশিয়া জুড়ে ছড়িয়ে পড়তে পারে। হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে টানা চতুর্থ সপ্তাহের মতো আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হচ্ছে। -এএফপি প্রতিবন্ধীর স্বপ্ন স্পাইনাল মাসকুলার এ্যাট্রোফি নামক জটিল স্নায়ুবিক রোগে ভূগছে এমন এক তরুণ তার সম্পর্কে জন্মের সময় বলা হয়েছিল, সে পাঁচ বছরের বেশি বাঁচবে না, সম্প্রতি তিনি ডিজঅ্যাবিলিটি নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রথম কোন আফ্রিকান গ্রাজুয়েট হিসেবে নিজের নাম লিখিয়েছেন। তার লক্ষ্য এখন-শুধু পৃথিবী নয় মহাকাশ জয় করা। তার পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য অধ্যাপক স্টিফেন হকিংকে শ্রদ্ধা জানানো। যিনি নিজেও মহাকাশে যাওয়র স্বপ্ন দেখেছিলেন। -বিবিসি
×