ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের ইরান বিরোধিতা সমর্থন করে না অধিকাংশ মার্কিনী

প্রকাশিত: ০৬:৩৮, ২৯ মে ২০১৮

ট্রাম্পের ইরান বিরোধিতা সমর্থন করে না অধিকাংশ মার্কিনী

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক মানুষ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী পদক্ষেপ সমর্থন করেন না। মার্কিন জনগণের মধ্যে নতুন করে চালানো এক মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ এ মতামত জরিপ চালিয়েছে। -খবর ওয়েবসাইটের। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নিউজ চ্যানেলটি অনেক রাখঢাক রেখে জরিপের ফলাফল প্রকাশ করেছে। তারপরও এতে দেখা যাচ্ছে, যুক্তরষ্ট্রের শতকরা ৪৮ ভাগ মানুষ ট্রাম্পের ইরান বিরোধী পদক্ষেপের বিপক্ষে কথা বলেছেন।এ জরিফের ফলাফলে আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্রের শতকরা ৩৪ ভাগ মানুষ ট্রাম্পের ইরান বিরোধী পদক্ষেপ সমর্থন করেছেন এবং ১৮ শতাংশ জনগণ এ সম্পর্কে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
×