ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দঃ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ, বেজিংয়ের প্রতিবাদ

প্রকাশিত: ০৬:৩৮, ২৯ মে ২০১৮

দঃ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ, বেজিংয়ের প্রতিবাদ

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের দাবি করা একটি দ্বীপের জলসীমায় যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ অভিযান চালিয়েছে। চীন এ ধরনের উস্কানিমূলক তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছে। এর ফলে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এ জলসীমায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। -খবর এএফপির। রবিবার বিতর্কিত প্যারাসেল দ্বীপপুঞ্জের ওই জলসীমায় মার্কিন যুদ্ধ জাহাজের অভিযানের কঠোর নিন্দা জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। এদিকে দক্ষিণ চীন সাগরে ভূখ-গত অধিকারের ক্ষেত্রে বেজিংয়ের বিরোধিতা করতে এ জলসীমায় যুক্তরাষ্ট্র তাদের এই অভিযানকে ‘নৌ চলাচলের স্বাধীনতা’ বলে অভিহিত করছে। তবে তারা বিতর্কিত এ অঞ্চল তাদের নিজের বলে দাবি করেনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মার্কিন নৌবাহিনীর হিগিন্স ও এ্যানশিয়েটাম নামের যুদ্ধজাহাজ কোন অনুমতি ছাড়াই চীনের ভূখ-ের জলসীমায় ঢুকে পড়ে। এতে চীনের নৌবাহিনীর তৎপরতা জোরদার করা হয়। তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের এ জাহাজ দুটির অবস্থান নির্ণয় করে এবং তাদেরকে ফিরে যাওয়ার বিষয়ে সতর্ক করে। চীনের সরকারী বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, এ দুটি জাহাজকে ওই জলসীমা থেকে ‘বিতাড়িত’ করা হয়। পারমাণবিক বোমা হামলা চালাতে সক্ষম বেইজিংয়ের এমন যুদ্ধ বিমান বিতর্কিত একটি দ্বীপের ওপর দিয়ে চক্কর দেয়ার মাত্র এক সপ্তাহ পর এ অভিযান চালানো হলো।
×