ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ভাল হলে পাকিস্তানের মতো বিএনপিরও বুক কাঁপে’

প্রকাশিত: ০৬:২১, ২৯ মে ২০১৮

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ভাল হলে পাকিস্তানের মতো বিএনপিরও বুক কাঁপে’

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ভাল সম্পর্ক হলে পাকিস্তানের যেমন বুক কাঁপে তেমনি বিএনপিরও বুক কাঁপে। বিএনপি এখনও পাকিস্তানী ভাবধারা থেকে বেরিয়ে আসতে পারেনি বলেই বাংলাদেশের সঙ্গে ভারতের ভাল সম্পর্ক হলে তাদের ভাল লাগে না, অন্তর্জ্বালা বেড়ে যায়। সোমবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কবি নজরুল ইসলাম বিশ^বিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রী অর্জন করায় তাঁকে অভিনন্দন জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি আগামী জাতীয় নির্বাচন থেকে পালানোর জন্যই এখন নানা রকম কথাবার্তা বলছে, পালিয়ে যাওয়ার পথ খুঁজছে। বিএনপির প্রতি অনুরোধ, দয়া করে ভোট থেকে পালাবেন না। এবার সংসদ নির্বাচন থেকে পালিয়ে গেলে আগামীতে দেশ থেকেও পালিয়ে যেতে হবে।
×