ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেশাজীবীদের সম্মানে গণভবনে প্রধানমন্ত্রীর ইফতার

প্রকাশিত: ০৬:১৩, ২৯ মে ২০১৮

পেশাজীবীদের সম্মানে গণভবনে প্রধানমন্ত্রীর ইফতার

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার পেশাজীবীদের সম্মানে তার সরকারী বাসভবন গণভবনে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতারের আগে প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে আগত অতিথিদের বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বিভিন্ন পেশাজীবীদের পদচারণায় মুখর হয়ে ওঠে গণভবনের সবুজ চত্বরে স্থাপিত বিশাল প্যান্ডেলে। দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীগণ, বিভিন্ন পাবলিক ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকবৃন্দ, বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক, সিনিয়র সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, কবি-সাহিত্যিক, লেখক, সঙ্গীতশিল্পী, খ্যাতনামা খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণী-পেশার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে পেশাজীবীরা নানা বিষয়ে তার সঙ্গে কিছু কথাও বলেন। ইফতারের আগে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। একইসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ, শহীদ মুক্তিযোদ্ধাসহ গণতান্ত্রিক আন্দোলনে সব শহীদের রুহের মাগফেরাত কামনাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ ও দীর্ঘায়ু কামনা করা হয়। বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র ইমাম মাওলানা মহিবুল্লাহ বাকি আল নকবী মোনাজাত পরিচালনা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মূল মঞ্চে উপবিষ্ট ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, এমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আখতারুজ্জামান, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিচারপতি মেজবাহ উদ্দীন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দীন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, এফবিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি ও কৃষিবিদ ড. নুর মোহাম্মদ তালুকদার। এছাড়া পেশাজীবী সমন্বয় পরিষদ, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ), কৃষিবিদ ইনস্টিটিউট- বাংলাদেশ, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, এফবিসিসিআই, বিজিএমইএসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতারা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
×