ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখলেন থাই রাজকুমারী

প্রকাশিত: ০২:১২, ২৮ মে ২০১৮

মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখলেন থাই রাজকুমারী

অনলাইন রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন ঢাকা সফররত থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী সিরিনধরন। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁ‍ওয়ে তিনি এই জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। এর আগে থাই রাজকুমারী বিকেল পৌনে ৫টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরে এসে পৌঁছান। এ সময় জাদুঘরের শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখানো হয় তাকে। গ্যালারিতে সংরক্ষিত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের নৃশংসতার চিত্র থাই রাজকুমারীকে তুলে ধরেন জাদুঘরের কর্মকর্তারা। এছাড়া অন্যান্য প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি। ১১ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সোমবার দুপুরে ঢাকা এসেছেন মহাচক্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান। চারদিনের এই সফরে থাই রাজ পরিবারের অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন তিনি।
×