ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইপিএল শেষে ঢাকায় সাকিব

প্রকাশিত: ২৩:০৫, ২৮ মে ২০১৮

আইপিএল শেষে ঢাকায় সাকিব

অনলাইন ডেস্ক ॥ আইপিএল শেষে ঢাকা ফিরে আসলেন সাকিব আল হাসান। সোমবার দুপুরে মুম্বাই থেকে জেট এয়ারওয়েজের সরাসরি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা সাকিব আল হাসানকে আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে দেখতে উম্মুখ হয়ে ছিলেন। কিন্তু রবিবার রাতের ফাইনালে ওয়াটসন ঝড়ে তা লন্ডভন্ড হয়ে গেছে। সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ রানার্সআপ, চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে ব্যাটিংটা সাকিবের মানের হয়নি। ১৭ ম্যাচে করেছেন ২৩৯ রান। স্ট্রাইকরেট ১২১.৩১, গড় ২১.৭২। কোনো ফিফটি নেই। একবারের জন্য চল্লিশের ঘরেও পা রাখতে পারেননি। সর্বোচ্চ ইনিংসটি ৩৫ রানের। সে তুলনায় বল হাতে মোটামুটি ভালোই করেছেন। নিয়েছেন ১৪ উইকেট। ৭.৩৯ ওভার পিছু রান। এবারের আসরে তার সেরা বোলিং ফিগার ৩-১৭। এক ম্যাচে বল ও ব্যাট হাতে সেরা অলরাউন্ডিং পারফরম্যান্স ছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে। ৭ মে হায়দরাবাদে হওয়া ম্যাচে ৩২ বলে ৩৫ রানের পাশাপাশি ৩৬ রানে ২ উইকেট দখল করেন সাকিব। প্রসঙ্গতঃ আইপিএলে প্লে-অফ শুরুর আগে মেয়ে অব্রিকে নিয়ে ভারতে গিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে শিশির। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার মাহফিলে জাতীয় দলের আমন্ত্রণ আছে, সেখানে যোগ দেয়ার কথা সাকিবেরও।
×