ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নড়াইলে দুই মাদকবিক্রেতাসহ আটক ৩০

প্রকাশিত: ১৮:৪২, ২৮ মে ২০১৮

নড়াইলে দুই মাদকবিক্রেতাসহ আটক ৩০

নিজস্বসংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী, একজন নাশকতা মামলার আসামী. অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসী এবং বিভিন্ন মামলা ও অভিযোগে ৩০জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে একটি দেশী তৈরি সাটারগান, ৪ রাউন্ডগুলি, ১০০ গ্রাম গাজা ও ১৫পি ইয়াবা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় মাদক, জঙ্গীবাদ, নাশকতা ও সন্ত্রাসী বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নড়াইল সদর থানা পুলিশ দুই মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৬ জন, লোহাগড়া থানা পুলিশ একটি দেশী তৈরি শূটারগান ও ৪ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী, নাশকতা মামলায় একজন সহ বিভিন্ন মামলা ও অভিযোগে ১১ জন, কালিয়া থানায় ৬ জন এবং নড়াগাতী থানা পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। এর মধ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা থেকে ডিএসবির তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী জিয়াউর সিকদার জিয়াকে (৩৬) রোববার রাত দেড়টার দিকে অস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশ। জিয়া লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের আকরাম সিকদারের ছেলে। জিয়াউরের নামে লোহাগড়া থানায় চাঁদাবাজিসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে। এছাড়া জিয়া মাদক কারবারের সঙ্গে জড়িত। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান চলমান থাকবে। মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের ধরিয়ে দিতে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।
×