ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুর সিটি নির্বাচনে কৌশলে প্রচার চালাচ্ছেন দুই মেয়র প্রার্থী

প্রকাশিত: ০৭:৫৯, ২৮ মে ২০১৮

গাজীপুর সিটি নির্বাচনে  কৌশলে প্রচার চালাচ্ছেন দুই মেয়র প্রার্থী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ও নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ গাজীপুর সিটি নির্বাচনে কৌশলে গণসংযোগ করছেন দুই মেয়র প্রার্থী। ক্রমেই নিস্তব্ধতা কাটিয়ে সরব হয়ে উঠছে এলাকা। নির্বাচনী আচরণবিধিকে কৌশলে পাশ কাটিয়ে সব প্রার্থীই গণসংযোগ শুরু করলেও তারা প্রায়ই নানা কারণে একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করছেন। নির্বাচনে মেয়র পদের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার রবিবার তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমসহ মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে আচরণভঙ্গের অভিযোগ নির্বাচন কমিশনের কাছে করেছেন। মহানগর আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিকেলে ৫ নম্বর ওয়ার্ড বাগবাড়ি মাদ্রাসা মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গাজীপুর-২ আসনের এমপি জাহিদ আহসান রাসেল ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন। এ সময় তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, ডাঃ মোজাফ্ফর হোসেন, কাজী ইলিয়াস আহমেদ, অধ্যক্ষ মহিউদ্দিন মহি, আশরাফুল আলম আসকর, গিয়াস উদ্দিন মোল্লা, মনিরুজ্জামান মনির, বোর্ড বাজার মোহর খান ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি গিয়াস উদ্দিন খান, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হাজী আঃ রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে ধানের শীষ প্রতীকের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ডাঃ মাজহারুল আলম জানান, ২০ দলীয় জোট সমর্থিত বিএনপি মনোনীত মেয়র প্রার্থী (ধানের শীষ) হাসান উদ্দিন সরকার রবিবার গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা অঞ্চলের ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির এক ইফতার মাহফিলে শরিক হন। সভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে আওয়ামী লীগ পবিত্র রমজান মাসেও নির্বাচনী প্রচারে উঠেপড়ে লেগেছে। তারা মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্য ভুলে গিয়ে দোয়া ও ইফতার মাহফিলের নামে নির্বাচনী সভার বক্তৃতায় মিথ্যাচার ও বিষোদগার করছে, যা কোন মুমিন-মুসলমানের কাম্য হতে পারে না। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির মেয়র প্রার্থীর ॥ এদিকে আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থীর পক্ষে মন্ত্রী-এমপিরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে রবিবার রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী (ধানের শীষ) হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, আমি এ যাবত নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন করে আসছি। অপরদিকে শুরু থেকেই আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ও তার সমর্থকরা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বানচাল করছেন। আওয়ামী লীগ মনোনীত প্রতিদ্বন্দ্বী মেয়র পদপ্রার্থী নিজে ও তাঁর পক্ষে প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন।
×