ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহী সিলেট ও বরিশাল সিটির ভোট জুলাইর শেষ সপ্তাহে

প্রকাশিত: ০৭:৩৭, ২৮ মে ২০১৮

রাজশাহী সিলেট ও বরিশাল সিটির ভোট জুলাইর শেষ সপ্তাহে

জুলাইয়ের শেষ সপ্তাহে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনে ভোট করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৭ মে) অনুষ্ঠেয় কমিশন সভায় এই তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তবে, তফসিলের আগে সিটিগুলোয় আইনী কোন জটিলতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে কমিশন। এই তিন সিটির নির্বাচন অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে অনাপত্তিপত্র পেলেও আইনের বিষয়ে আরও তথ্য নেবে এই সাংবিধানিক সংস্থাটি। ঢাকা উত্তর ও গাজীপুর সিটি কর্পোরেশনের আইনী বিড়ম্বনা মোকাবেলার বিব্রতকর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার বিষয়টি আরও সতর্কতার সঙ্গে দেখছে ইসি। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, তিন সিটি নির্বাচনের লক্ষ্যে কমিশন ইতোমধ্যে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে। তিন সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার জন্য এলাকাগুলোর ভোটার তালিকার সিডি তৈরি প্রায় সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্র প্রস্তুত করতে ইতোমধ্যে আদেশ জারি করা হয়েছে। নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে কমিশন মঙ্গলবার বৈঠকে বসছে। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ওইদিন ভোটগ্রহণের দিনক্ষণসহ তফসিলের সিদ্ধান্ত আসতে পারে। -অনলাইন
×