ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্ধ হলো মন্ত্রীর পছন্দে পিআরও নিয়োগের পথ

প্রকাশিত: ০৭:১৯, ২৮ মে ২০১৮

 বন্ধ হলো মন্ত্রীর পছন্দে পিআরও নিয়োগের পথ

বিডিনিউজ ॥ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পছন্দের ব্যক্তিকে জনসংযোগ কর্মকর্তা (পিআরও) নিয়োগের পথ বন্ধ করেছে সরকার। এখন থেকে কোন মন্ত্রণালয় বা বিভাগের চাহিদার ভিত্তিতে তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ-১ শাখা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থায় পিআরও নিয়োগ দেবে। পিআরওদের নিয়োগ ও পদায়ন এবং তাদের কাজের সমন্বয় ও জবাবদিহিতা রক্ষার স্বার্থে সম্প্রতি নতুন এই পরিপত্র জারির কথা জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। কর্মকর্তরা বলছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মকর্তা নিয়োগকে কেন্দ্র করে কিছু জটিলতার পর পিআরও নিয়োগ ও পদায়নে নতুন এই অনুশাসন এসেছে। পরিপত্রে বলা হয়েছে, বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা স্বল্পতার কারণে বাংলাদেশ বেতারের বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের জনসংযোগ কর্মকর্তা হিসেবে পদায়ন বা সংযুক্তি দেয়া হয়। পিআরও হিসেবে পদায়নকৃতদের প্রধান তথ্য কর্মকর্তার তত্ত্বাবধানে দায়িত্ব পালনের নির্দেশনা থাকলেও বেতার থেকে পিআরও হিসেবে নিয়োজিত কর্মকর্তাদের মধ্যে কোন কোন ক্ষেত্রে প্রধান তথ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে। বেতার থেকে নিয়োজিত পিআরওদের সমন্বয়কারী কে হবেন, সে বিষয়ে ইতোপূর্বে কোন ¯পষ্ট নির্দেশনা না থাকায় তাদের কাজের সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করতেও সমস্যা হচ্ছে বলে জানানো হয় পরিপত্রে।
×