ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাজেটে মেগা প্রকল্প বাস্তবায়নে থাকছে পর্যাপ্ত বরাদ্দ

প্রকাশিত: ০৫:২৯, ২৮ মে ২০১৮

 বাজেটে মেগা প্রকল্প বাস্তবায়নে  থাকছে পর্যাপ্ত বরাদ্দ

অর্থনৈতিক রিপোর্টার ॥ উচ্চ প্রবৃদ্ধি অর্জন ও সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মেগা প্রকল্পগুলোর জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রেখেই সাজানো হচ্ছে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট। পরিকল্পনা কমিশনের মতে, অর্থায়ন সমস্যা না হলেও অগ্রাধিকারভুক্ত এসব প্রকল্প যথাসময়ে বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। অর্থনীতিবিদদের মতে, অদক্ষতা ও সমন্বয়হীনতার কারণে মেগা প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে। আর এতে করে গুরুত্বপূর্ণ ছোট ছোট প্রকল্প বঞ্চিত হচ্ছে বরাদ্দ থেকে। বাড়ছে প্রকল্প ব্যয়। গেল কয়েক বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির চাকা সচল থাকলেও সেভাবে উন্নয়নের ছোঁয়া লাগেনি অনেক অঞ্চলে। নিম্নমুখী বিদেশী বিনিয়োগের হার। যতটুকু বিনিয়োগ হচ্ছে তাও নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ। গ্যাস বিদ্যুত সমস্যার সঙ্গে অপ্রতুল যোগাযোগ ও ভৌত অবকাঠামোকে এ ক্ষেত্রে বড় অন্তরায় হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা। এই প্রেক্ষাপটে চলতি অর্থ বছরের বাজেটে জন-বান্ধব ১০টি প্রকল্পকে ফার্স্ট ট্র্যাকভুক্ত করে সরকার। এসব মেগা প্রকল্পকে দৃশ্যমান করতে আসছে বাজেটেও থাকছে পর্যাপ্ত বরাদ্দ। সম্ভাব্য এ বরাদ্দের পরিমাণ ৩০ হাজার কোটি টাকা। পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম বলেন, পর্যাপ্ত আর্থিক বরাদ্দ মেগা প্রজেক্টগুলোতে রাখা হবে। যাতে আগামী এক বছর টাকার কোন অসুবিধা না হয়। এগুলো প্রাধান্যমূলক প্রকল্প। এগুলো ত্বরান্বিত করা মূল তাগাদা। বাস্তবতা হলো, গত বাজেটে এসব অগ্রাধিকারভুক্ত প্রকল্পের জন্য বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ হলেও এখনও তার প্রায় অর্ধেকই খরচ হয়নি। প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা গেছে, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র ও এলএনজি টার্মিনাল নির্মাণসহ চারটি প্রকল্পের অগ্রগতি কিছুটা ভাল হলেও বাকিগুলো বাস্তবায়নের হার আশাব্যঞ্জক নয়। এ জন্য সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা ও দক্ষতার অভাবকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, শুরুর দিকে যে ধরনের ডিজাইন হচ্ছে বাস্তবে তা করতে গিয়ে আরেক ধরনের কাজ হচ্ছে। তার ফলে সময় বাড়ছে এবং খরচ বাড়ছে। কতটুকু কারণে ব্যয় বাড়ছে তা পরিষ্কার না। বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার রয়েছে। যথাসময়ে কাজ শেষ না হওয়ায় অর্থনীতিতে সুফল আসছে না। সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেরি হওয়ার কারণে প্রকল্পের সফলতার পাশাপাশি অর্থনৈতিক সুফল আসছে না। পাশাপাশি বড় প্রকল্প নিতে গিয়ে বড় ফান্ড আটকে যাচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ ছোট প্রকল্পে সরকার বরাদ্দ দিতে পারছে না। তবে আশার কথা, আসছে বাজেটে মেগা প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে নীতিমালা হচ্ছে।
×