ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদেশী কোম্পানি অধিগ্রহণের মূল্য নির্ধারক গ্রিন ডেল্টা ক্যাপিটেল

প্রকাশিত: ০৫:২৩, ২৮ মে ২০১৮

বিদেশী কোম্পানি অধিগ্রহণের মূল্য নির্ধারক গ্রিন ডেল্টা ক্যাপিটেল

আকিজ জুট মিলস লিমিটেড জার্মান ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন ডিজি-ডয়েগ ইনভেস্টিগেশনস-এ্যান্ড এন্টিকলংজেস সচফটএমবিএইচ এবং স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক মালয়েশিয়ার বারহদ (এসসিবি) থেকে তাদের মালয়েশিয়ার স্থাপিত বিনিয়োগ প্রতিষ্ঠান আকিজ রিসোর্সেস এসডিএন বিএইচডি (এআরএম) এর অধীনে মালয়েশিয়ার মেনতাকাবে অবস্থিত ও কার্যরত দুটি কোম্পানি অধিগ্রহণ করার জন্য ঋণ গ্রহণ করেছে। গ্রিন ডেল্টা ক্যাপিটেল লিমিটেড (জিডিসিএল) এই আর্থিক লেনদেনের ‘ম্যানডেটেড মূল্য নির্ধারক ও লেনদেন পরামর্শক’ হিসেবে কাজ করে। এক্ষেত্রে জিডিসিএল ঋণ দান প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন ডিজি-ডয়েশ ইনভেস্টিগেশনস-এ্যান্ড এন্টিকলংজেস সচফটএমবিএইচ এবং স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক মালয়েশিয়ার বারহদ (এসসিবি) থেকে ৩৮ মিলিয়ন মার্কিন ডলার জন্য কাঠামোগত পরামর্শ দিয়ে আকিজ জুট মিলস লিমিটেডকে ঋণের ব্যবস্থা করে দেয়। -অর্থনৈতিক রিপোর্টার
×