ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রতিকূলতার মধ্যেও লক্ষ্যমাত্রা অর্জন করেছে রিপাবলিক

প্রকাশিত: ০৫:২২, ২৮ মে ২০১৮

প্রতিকূলতার মধ্যেও লক্ষ্যমাত্রা অর্জন করেছে রিপাবলিক

অর্থনৈতিক রিপোর্টার ॥ বর্তমানে বাংলাদেশের বিমা কোম্পানিগুলোর মধ্যে চলছে অসামঞ্জস্য প্রতিযোগিতা। যার ফলে এই খাতে প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মোকাবেলা করতে হয়। এই নানা প্রতিকূলতার মধ্যেও রিপাবলিক ইন্স্যুরেন্স লক্ষমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন কোম্পানিটির চেয়ারম্যান মোঃ হানিফ চৌধুরী। এবং আগামী দিনগুলোতে অধিক প্রিমিয়াম অর্জনের ক্ষেত্রে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। রবিবার ঢাকার আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ মিলনায়তন হলে রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আলোচ্য বছরে কোম্পানির মোট ৪৭ কোটি ৮২ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ এবং ৫ কোটি ৬২ লাখ টাকা বিমা দাবি পরিশোধ করা হয়েছে। আর ব্যয় শেষে ৫ কোটি ৯৫ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। এক্ষেত্রে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭০ টাকা। এই আশা ব্যাঞ্জক মুনাফা হওয়ায় কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৭ সালের জন্য শেয়ারহোল্ডাদের ১২ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। যা বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছে। তিনি আরও বলেন, বর্তমানে আমাদের পরিশোধিত মূলধন ৩৫ কোটি ২ লাখ টাকা। যা ১২ শতাংশ বোনাস শেয়ারের প্রদানের পরে দাঁড়াবে ৩৯ কোটি ৪০ লাখ টাকায়। সভায় রিপাবলিক ইন্স্যুরেন্সের পরিচালক মাহবুবুর রহমান, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীসহ অনেক শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।
×