ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে দ্বিতীয় দিনের মতো সূচক বাড়ল

প্রকাশিত: ০৫:২২, ২৮ মে ২০১৮

পুঁজিবাজারে দ্বিতীয় দিনের মতো সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৪৪৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৭ কোটি ৪৭ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৪৭৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১১০টির। আর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে ডিএসইর লেনদেন শুরু হয়। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬৯ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২৩ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ বার্জার পেইন্ট, ইন্ট্রাকো রিফুয়েলিং, ইউনাইটেড পাওয়ার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বিএসআরএম লিমিটেড, লিগ্যাসি ফুটওয়ার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, আল- আরাফাহ ইসলামী ব্যাংক, কুইন সাউথ ও সায়হাম টেক্সটাইল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ॥ সেন্ট্রাল ফার্মা, শাশা ডেনিম, প্রভাতী ইন্স্যুরেন্স, মুন্নু স্টাফলার, এটলাস বাংলাদেশ, আইসিবি, অগ্রণী ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : রূপালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সোনারবাংলা ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, মেঘনা পেট, মেঘনা কনডেন্স মিল্ক, এপেক্স ফুড, ঢাকা ইন্স্যুরেন্স ও সাভার রিফ্যাক্টরিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৩২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ ইন্ট্রাকো রিফুয়েলিং, কনফিডেন্স সিমেন্ট, বেক্সিমকো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বিএসআরএম লিমিটেড, শাশা ডেনিম, ফরচুন সুজ, ইসলামী ব্যাংক, এডভেন্ট ফার্মা ও মিরাকল ইন্ডাস্ট্রিজ।
×