ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরিবেশের দিকে খেয়াল রেখে শিল্পাঞ্চল প্রতিষ্ঠার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৫:১৪, ২৮ মে ২০১৮

পরিবেশের দিকে খেয়াল রেখে শিল্পাঞ্চল প্রতিষ্ঠার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশের দিকে খেয়াল রেখে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) নির্দেশ দিয়ে বলেছেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্প-কারখানা স্থাপনে পরিবেশ সুরক্ষা বিধি মানা এবং যথাযথ মান বজায় রাখতে হবে। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গবর্নিং কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। শিল্পাঞ্চলগুলোতে পর্যাপ্ত জলাশয় ও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা রাখতেও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সকল অর্থনৈতিক অঞ্চলে জলাধার ও বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলার বিধান রাখতে হবে। জলাধারের ওপর জোর দিয়ে বৃক্ষরোপণ করতে হবে। উপকূলীয় অঞ্চলের শিল্পাঞ্চলে ঝাউ গাছ লাগানো এবং কৃত্রিম ম্যানগ্রোভ বন তৈরির ওপরও গুরুত্বারোপ করেন শেখ হাসিনা। এ ছাড়াও ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শিল্পাঞ্চলগুলোতে কৃত্রিম বনায়নের তাগিদ দেন শেখ হাসিনা। শিল্পাঞ্চলগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রদানের পাশাপাশি চট্টগ্রামের মীরেরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণের কথাও এই বৈঠকে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী সংস্থার কার্যক্রম ও বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর একটি উপস্থাপনা পেশ করেন। ২০১৭ সালের ৫ জানুয়ারি হয়ে যাওয়া বেজার পঞ্চম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গবর্নিং কাউন্সিলের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
×