ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিল্পকলা পদক পাচ্ছেন সাত গুণীজন

প্রকাশিত: ০৪:৫৯, ২৮ মে ২০১৮

শিল্পকলা পদক পাচ্ছেন সাত গুণীজন

স্টাফ রিপোর্টার ॥ জাতির প্রতিটি সংগ্রাম, আন্দোলন ও অর্জনে অনন্য ভূমিকা রেখেছেন দেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীর। হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্যের লালসহ মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে তারা নিঃস্বার্থভাবে অবদান রেখে চলেছেন। সেই অবদানের স্বীকৃতিস্বরূপ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে প্রদান করা হচ্ছে ‘শিল্পকলা পদক’। সেই ধারাবাহিকতায় ২০১৭ সালের শিল্পকলা পদকের জন্য নির্বাচিত সাত গুণী শিল্পীর নাম ঘোষণা করেছে শিল্পকলা একাডেমি। এবার কণ্ঠসঙ্গীতে মিহির লালা, যন্ত্রসঙ্গীতে মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, নাট্যকলায় এস এম মহসীন, লোক সংস্কৃতিতে কাঙালিনী সুফিয়া বেগম, চারুকলায় চন্দ্র শেখর দে, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং নৃত্যকলায় সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদক পাচ্ছেন শর্মিলা বন্দোপাধ্যায়। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আজ সোমবার দুপুরে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাদের হাতে এ পদক, সনদপত্র ও পদকের অর্থমূল্য এক লাখ টাকা তুলে দেবেন। রবিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পদকপ্রাপ্তদের গুণীজনদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী। লিয়াকত আলী লাকী বলেন, পদক প্রদানের জন্য তালিকাভুক্ত ১০টি শাখার মধ্যে সাতটি ক্ষেত্র থেকেই বাছাই করে এ পদক প্রদান করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী ১৬ সদস্যের কমিটি প্রতিবছর পদকের জন্য গুণীজন নির্বাচন করে থাকেন। এ কমিটিতে রয়েছেন সঙ্গীতজ্ঞ ড. সন্জীদা খাতুন, শিল্পী মুস্তাফা মনোয়ার ও সমরজিৎ রায় চৌধুরী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, নাট্যজন রামেন্দু মজুমদার, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক, সঙ্গীতজ্ঞ আ ব ম নূরুল আনোয়ার। প্রধান থাকেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক। তিনি এ ছাড়াও একাডেমির সচিব ও সকল পরিচালক এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রয়েছেন। লিয়াকত আলী লাকী জানান, আগামী বছর থেকে সাত জন থেকে বাড়িয়ে দশজনকে শিল্পকলা পদক প্রদান করা হবে। শিল্পকলা পদক প্রদানের জন্য তালিকাভুক্ত ক্ষেত্র ১০টি হলোÑ কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, আবৃত্তি, আলোকচিত্র, যাত্রাশিল্প, চলচ্চিত্র ও লোকসংস্কৃতি। এই দশটির শাখার সঙ্গে এ বছর থেকে আরও যুক্ত হচ্ছে সাংস্কৃতিক সংগঠন, সংগঠক ও গবেষক। তিনি আরও জানান, এছাড়া প্রতিটি জেলায় শিল্পকলা একডেমির মাধ্যমে প্রতিবছর সারাদেশে ৩২০ জন গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা পদক প্রদান করা হচ্ছে। আজ সোমবার দুপুর ২টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শিল্পকলা পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে গুণী শিল্পীদের হাতে পদক তুলে দিবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতি সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচনাপর্ব ও পদক প্রদান শেষে পরিবেশিত হবে একাডেমির শিল্পীদের পরিবেশনায় এ্যাক্রোবেটিক প্রদর্শনী।
×