ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মধ্য আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী শান্তিরক্ষী নিহত

প্রকাশিত: ০৪:৫৯, ২৮ মে ২০১৮

 মধ্য আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী  শান্তিরক্ষী নিহত

বিডিনিউজ ॥ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশের দুই সেনাসদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ৩৪ ইস্ট বেঙ্গলের (ফরিদপুর) সৈনিক আরজান হাওলাদার এবং ৩৫ ডিভ লোকেটিং ব্যাটারি আর্টিলারির (রংপুর) সৈনিক মোঃ রিপুল মিয়া। দুর্ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশের আরও দুই সৈনিক। এরা হলেন, ৩৪ ইস্ট বেঙ্গলের (ফরিদপুর) সৈনিক মোঃ জামাল উদ্দিন মোল্লাহ এবং ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারির (নওগাঁ) সৈনিক মোঃ মজাহিদুল ইসলাম। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য প্রজাতন্ত্রের রাজধানী ব্যানগুই শহরে নেয়া হয়েছে। আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশী শান্তিরক্ষীরা সামরিক ও অসামরিক যানবাহনের একটি কনভয়ের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। পথিমধ্যে ইয়ালোক নামক স্থানে কাঠবাহী একটি ভারী যান নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সবাই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন-৪ (ব্যানব্যাট-৪) এর সদস্য বলে জানিয়েছে আইএসপিআর। এই ব্যাটালিয়ন ২০১৪ সালের অক্টোবর থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছে।
×