ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে সরকার ভয় পায় বলে কারাবন্দী করে রেখেছে ॥ ফখরুল

প্রকাশিত: ০৪:৫৯, ২৮ মে ২০১৮

খালেদা জিয়াকে সরকার ভয় পায় বলে কারাবন্দী করে রেখেছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বর্তমানে দেশের যে অবস্থা তা কেবল কোন ব্যক্তি বা দল নয়, গোটা জাতির জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলতে হবে। রবিবার রাজধানীর হোটেল এশিয়ায় নাগরিক ঐক্য আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, খালেদা জিয়াকে সরকার ভয় পায় বলে কারাবন্দী করে রেখেছে। তবে তার মুক্তি ছাড়া নির্বাচন নিয়ে চিন্তা করা ঠিক হবে বলে মনে করি না। বরং আমরা মনে করি, নির্বাচন হতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হতে হবে। সংসদ ভেঙ্গে নির্বাচন দিতে হবে। আর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। এছাড়া নির্বাচন অর্থবহ হবে বলে মনে করি না। ফখরুল বলেন, দেশের চলমান সঙ্কট সমগ্র জাতির সঙ্কট। দেশে কেউ এখন নিরাপদ নয়। এই পরিপ্রেক্ষিতে আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না। তাই জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্ব আলোচনায় আরও বক্তব্য রাখেন, যুক্তফ্রন্টের ও বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল প্রমুখ। ইফতার পার্টিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সহ-সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব) আব্দুল মান্নান, বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক প্রমুখ।
×