ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মঙ্গলে গর্ভধারণে...

প্রকাশিত: ০৪:৫৮, ২৮ মে ২০১৮

মঙ্গলে গর্ভধারণে...

পোল্যান্ডের ইনফরমেশন টেকনোলজি এ্যান্ড ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, মঙ্গল গ্রহে প্রজননের ক্ষেত্রে প্রধান দুটি সমস্যা হতে পারে। প্রথম সমস্যাটি হলো রেডিয়েশন বা মহাজাগতিক বিকিরণ। মঙ্গল গ্রহের বায়ুম-ল এতই পাতলা যে সেখানে এই বিকিরণ যে কোন মানুষের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এমনকি ব্যাপারটা এমন হয়ে যেতেও পারে যে মানুষ এই বিকিরণের ফলে তার প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। গবেষণাপত্রে বলা হয়েছে, ‘বিকিরণ মানুষের শরীরের জন্য চরম পর্যায়ের ক্ষতিকর, বিশেষ করে প্রজনন ক্ষমতার ওপর এর প্রভাব পড়বে। বিকিরণ প্রজনন কোষ, গর্ভের ভ্রুণ ছাড়াও ইতোমধ্যে মহাকাশচারীদের প্রধান স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত।’ দ্বিতীয় সমস্যা হলো মাইক্রোগ্রাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তির অভাব। এই মাধ্যাকর্ষণ শক্তির স্বল্পতা, মহাকাশে ভ্রমণকালীন সময় এবং মঙ্গল গ্রহে অবস্থানরত সময়ে বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। কেননা মহাকাশচারীদের হাড়ক্ষয়, স্পাইনাল কর্ডের নানাবিধ সমস্যাসহ চোখের দৃষ্টিশক্তির ওপর এটি স্থায়ী প্রভাব ফেলতে পারে। এছাড়াও শরীরের ইমিউন ও নার্ভ সিস্টেমসহ আরো নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে। এ সব সমস্যার কারণে জন্মদানের জন্য মানুষের শরীর মঙ্গলগ্রহে সঠিক অবস্থায় থাকবে না। যদি কেউ মঙ্গল গ্রহে স্থায়ীভাবে বসবাস করতে চায় এবং সেখানে নতুন করে জীবন ও পরিবার শুরু করতে চায় তাহলে এক্ষেত্রে হয়তো সমাধান হতে পারে মানুষের ডিএনএতে কিছু পরিবর্তন। গবেষণাপত্রটিতে বলা হয়েছে, সিআরআইএসপিআর বা জিন এডিটিং প্রযুক্তির মাধ্যমে মানুষের শরীর মঙ্গল গ্রহের উপযোগী করার সম্ভাবনা রয়েছে। তবে এ ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলে সম্পূর্ণ নতুন ধরনের মানুষ তৈরি হবে যাদের মানবিক এবং নৈতিক গুণাবলী হবে বর্তমান পৃথিবীর মানুষদের থেকে সম্পূর্ণরূপে আলাদা। -ফিউচারিজম
×