ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদকে নিরীহদের ফাঁসানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা ॥ কাদের

প্রকাশিত: ০৪:৫৫, ২৮ মে ২০১৮

 মাদকে নিরীহদের ফাঁসানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২৭ মে ॥ সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কেউ যদি মাদক ব্যবসায়ীর অজুহাত দিয়ে নিরীহদের ফাঁসানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাদক ব্যবসায়ীরা অস্ত্র ব্যবহার করে, অভিযানের সময় পুলিশ র‌্যাবের ওপর গুলি করে হামলা চালায়, তখন আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকতে পারে না। তারও জানমাল রক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। রবিবার দুপুরে ফেনী সার্কিট হাউসে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে যানজট নিরসনে করণীয় নির্ধারণ বিষয়ক সভায় মন্ত্রী এ সব কথা বলেন। সভায় চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী লক্ষ্মীপুর কক্সবাজার জেলার ডিসি, এসপি পরিবহন মালিক শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, বন্দর, বিএরটিএসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেপুর রেলওয়ে ওভারপাসের একটি লেন আগামী ৫ জুন আরেকটি লেন ১৫ জুন খুলে দেয়া হবে। তখন আর মহাসড়কে যানজট থাকবে না। যানজট নিরসনের জন্য উল্টোপথে অর্থাৎ রংসাইড দিয়ে যে গাড়ি প্রবেশ করে তাদের ২ থেকে ৩ গুণ জরিমানা করার জন্য পুলিশকে নির্দেশ দেন। মন্ত্রী বলেন, টোল আদায়ের সিস্টেম ত্রুটিপূর্ণ। মন্ত্রী যানবাহন চালকদের অনুরোধ করে বলেন, নির্ধারিত টোলের টাকা ভাংতি রাখতে হবে যাতে ভাংতি টাকা নিয়ে টোলের সামনে সময় নষ্ট না হয়। মালিকদের উদ্দেশে বলেন, ফিটনেসবিহীন কোন গাড়ি রাস্তায় বের করবে না। এর আগে মন্ত্রী ফতেপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কাজ পরিদর্শন করেন।
×