ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলার কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন মার্কিন দম্পতি

প্রকাশিত: ০৪:২৮, ২৮ মে ২০১৮

 ভেনিজুয়েলার কারাগার থেকে  মুক্তি পেয়ে দেশে ফিরেছেন মার্কিন দম্পতি

এক আমেরিকান ও তার স্ত্রীকে ভেনিজুয়েলীয় কারগার থেকে প্রায় দুবছর পর মুক্তি দেয়া হয়েছে। মুক্তির পর তারা শনিবার যুক্তরাষ্ট্রে তাদের বাড়িতে পৌঁছেছেন। ভেনিজুয়েলার বামপন্থী সরকার এ উদ্যোগকে মার্কিন আগ্রাসন প্রতিরোধের লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে সংলাপের জন্য এক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে। খবর এএফপির। মার্কিন সিনেটর বব কোর্কার ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে শুক্রবার কারাকাসে এক বৈঠকের পর জোশুয়া হোল্ট ও থামারা ক্যালেনোকে মুক্তি দেয়া হয়। কোর্কার টুইটে বলেন, আমরা স্বদেশে আছি। উতাহর সিনেটর অরিন হ্যাচ এক ভিডিও পোস্টে বলেন, জোশুয়া ও তার স্ত্রী ওয়াশিংটনে বিমানবন্দরে এসে পৌঁছলে তারা হোল্টের মা-বাবার সঙ্গে একত্রিত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হোল্টকে তার পরিবারসহ শনিবার বিকেলে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানানো হবে। সিনেটে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান অরিন হ্যাচ বলেন, হোল্ট ও ক্যালেনোর মুক্তি অর্জনের জন্য কোর্কার অত্যন্ত গুরুত্ব সহকারে চেষ্টা চালিয়েছেন। এ জন্য হ্যাচ তার প্রশংসা করেন। ট্রাম্প টুইটে বলেছেন, ভেনিজুয়েলা থেকে আমেরিকান জিম্মিদের মুক্তির এক সুসংবাদ। ভেনিজুয়েলার যোগাযোগমন্ত্রী জর্জ রড্রিগুয়েজ কারাকাসে রিপোর্টারদের বলেন কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে বিভিন্ন সমস্যা নিয়ে সংলাপ অনুষ্ঠানের উদ্যোগ হিসেবে মাদুরো এ দম্পতির নির্দেশ দিয়েছেন। মন্ত্রী এ সময় দৃশ্যত মার্কিন নিষেধাজ্ঞার উল্লেখ করেন। মাদুরো এ মাসের প্রথম দিকে পুনঃনির্বাচিত হওয়ার পর ওয়াশিংটন দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নিষেধাজ্ঞা শিথিল করার কোন পরামর্শ তাৎক্ষণিকভাবে বাতিল করে দেন। পেহুন টুইটে বলেন, অত্যন্ত আনন্দের বিষয় যে, জোশ হোল্ট তার পরিবারসহ দেশে ফিরে এসেছেন। তিনি বলেন, ভেনিজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না হলে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
×