ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাসি ও অনুমোদনহীন খাবার বিক্রি ॥ দুই দোকানে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৪:২৪, ২৮ মে ২০১৮

 বাসি ও অনুমোদনহীন খাবার বিক্রি ॥ দুই দোকানে দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর অভিজাত ইফতারের প্রধান কেন্দ্র বেইলি রোডের বুমার্স ক্যাফে লিমিটেডকে এক লাখ টাকা ও সাবারো নামে ফাস্টফুডের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। বাসি খাবার সংরক্ষণ ও খাবারের অনুপযোগী পোড়া তেল খাবার তৈরিতে ব্যবহার ও সংরক্ষণ করার অপরাধে এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। রবিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, বুমার্স ক্যাফের ফ্রিজে বাসি খাবার পাওয়া গেছে। রান্নায় ব্যবহারের জন্য তাদের পোড়া তেল সংরক্ষণ করা ছিল। যা খাবার তৈরির অনুপযোগী। এ ছাড়া ফ্রিজে পুরনো খামি ছিল। সার্বিক বিষয় আমলে নিয়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। বুমার্স ক্যাফের ব্যবস্থাপক অমর বোস জানান, কোন খাবারই পুরনো ছিল না। এ জন্য যারা অভিযান চালিয়েছেন, তারা সেই খাবারগুলো ফেলে না দিয়ে ফেরত দিয়েছেন। এই জরিমানা ‘অযৌক্তিকভাবে করা হয়েছে’ বলে প্রতিষ্ঠানটির কর্মচারীরা অভিযোগ করেছেন। এ দিকে একই সময় বেইলি রোডস্থ সাবারো ফাস্টফুডের দোকানে গিয়ে বিএসটিআই কর্মকর্তা বিদেশী বারবিকিউ সস ব্যবহার করতে দেখেন। কিন্তু সস’টির বিএসটিআই অনুমোদন নেই। যে কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
×