ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া ছাড়া আগামী নির্বাচন হবে না ॥ রিজভী

প্রকাশিত: ০৪:২৪, ২৮ মে ২০১৮

 খালেদা জিয়া ছাড়া আগামী নির্বাচন হবে না ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ আবারও ক্ষমতায় আসার দেনদরবার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী অর্থ ব্যয় করে ভারত সফর করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, দেশে আগামী নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহণে। অবশ্যই সেটি হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে ছাড়া আগামী জাতীয় নির্বাচন হবে না। তার নেতৃত্বেই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। তাই অতীতের মতো কলঙ্কজনক নির্বাচন সমর্থন করা ভারতের উচিত নয়। কিন্তু যদি বাংলাদেশের জনসমর্থনহীন একজন ব্যক্তি ও দলকেই বারবার তারা ক্ষমতায় দেখতে চায় তাহলে বাংলাদেশের জনগণ মনে করবে ভারত শেখ হাসিনার মাধ্যমে এদেশে আধিপত্য কায়েম করতে চায়। সরকারকে উদ্দেশ করে রিজভী বলেন, অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিন, সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ক্ষমতা হস্তান্তর করুন। জনগণের ক্ষমতা ফিরিয়ে দিয়ে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা নিশ্চিত করুন। নইলে জনগণের অধিকারের পক্ষে আমাদের উচ্চারণকে কখনই থামাতে পারবেন না। মিথ্যা কথার হানাদারিতে কাউকে প্রভাবিত করতে পারবেন না। রিজভী বলেন, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সার্র্বভৌমত্বকে দুর্বল করে ট্রানজিটসহ ভারতকে সব কিছু উজাড় করে দিয়েছে বর্তমান সরকার। কিন্তু বিনিময়ে কিছুই পায়নি বাংলাদেশ। তবে প্রতিদান হিসেবে ক্ষমতা ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন বলে খবর দিয়েছে ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম।
×