ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম কোচ হিসেবে টানা তিন চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা

জিনেদিন জিদানের গৌরবময় রেকর্ড

প্রকাশিত: ০৪:২০, ২৮ মে ২০১৮

জিনেদিন জিদানের গৌরবময় রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ এক অনন্য রেকর্ড গড়েছেন জিনেদিন জিদান। খেলোয়াড় হিসেবে ছিলেন সর্বকালের সেরাদের কাতারে। সাবেক এ ফরাসী ফুটবলার এবার কোচ হিসেবেও সর্বকালের সেরাদের কাতারে উঠে গেলেন। বরং অনেক কিংবদন্তি কোচদের ছাড়িয়েই গেছেন অর্জনের দিক থেকে। টানা তিনবার ইউরোপ সেরা হতে পারেননি আর কোন কোচই। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতিয়েছেন তিনি। এটি নতুন এক ইতিহাস যা অভূতপূর্বভাবে তাকে সর্বকালের সেরাদের কাতারে নিয়ে গেছে। আর কোন কোচ এই কৃতিত্ব দেখাতে পারেননি। এ কারণে নিজেও দারুণ উচ্ছ্বসিত জিদান এটিকে বলছেন উন্মাদ হয়ে যাওয়ার মতো একটি অর্জন। সর্বকালের সেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় তাকে রাখা হয় নিশ্চিতভাবেই। এ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে সারাবিশ্বকে মাত করে রেখেছিলেন। আর শনিবার রাতে কোচ হিসেবেও স্থায়ী জায়গা করে নিলেন সর্বকালের সেরাদেরও সংক্ষিপ্ত তালিকায়। রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে মাত্র আড়াই বছরেই জিদান ছাপিয়ে গেলেন স্যার এ্যালেক্স ফার্গুসন, পেপ গার্ডিওলা, জোশে মরিনহোর মতো কিংবদন্তি কোচদের অর্জনকে। ৪৫ বছর বয়সেই এটা অর্জন করেছেন। এমনকি শনিবার তার প্রতিপক্ষ লিভারপুলের কোচ জারগেন ক্লপও এ পেশায় তারচেয়ে সিনিয়র। ক্লপ ২০০১ সালে শুরু করেছিলেন মেইঞ্জ ০৫-এর কোচ হিসেবে। আর জিদান রিয়ালের জুনিয়র দলের হয়ে খেলোয়াড়ী ক্যারিয়ার শেষে কোচিং শুরু করেন ২০১৪ সালে। আর ২০১৬ সালের জানুয়ারিতেই তিনি মূল দলের প্রধান কোচ হয়ে যান। আর এর মধ্যেই তিনি রিয়ালের হয়ে বেশ কিছু সাফল্য পেয়েছেন। যদিও এ মৌসুমটা একেবারেই বাজে কাটছিল ৪৫ বছর বয়সী জিদানের। চলতি মৌসুমে এখন পর্যন্ত কোন শিরোপা জিততে না পারার আক্ষেপ ছিল। এমনকি এবার স্প্যানিশ লা লিগায় শিরোপা দূরের কথা রানার্সআপ ট্রফিটাও পায়নি। এ কারণে জিদানের মৌসুমের সবচেয়ে গৌরবময় ট্রফি ছোঁয়ার মোক্ষম সুযোগটা কাজে লাগিয়ে আক্ষেপ ভোলার সুবর্ণ সুযোগ ছিল। নিজের পুরনো খেলোয়াড়ী জীবনের দল রিয়ালকে ইউরোপ সেরার শিরোপা জিতিয়েছিলেন। সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটান গত বছর টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লীগে রিয়ালকে শিরোপা এনে দিয়ে। এবার জিদানের হ্যাটট্রিকের বিরল রেকর্ড হলো। রিয়ালকে ত্রয়োদশ শিরোপা জেতালেন যার মধ্যে আড়াই বছরের কোচিং ক্যারিয়ারে টানা তিনটি। স্যার ফার্গুসন তার দুই যুগেরও বেশি লম্বা কোচিং ক্যারিয়ারে এই অর্জনের দেখা পাননি। যেমনটা পাননি গার্ডিওলা, মরিনহো, আরিগো সাচ্চি কিংবা ভিসেন্তে দেল বস্কের মতো কিংবদন্তি কোচেরা। জিদান আরও একটি জায়গায় অনন্য। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে আর কোন কোচই টানা তিন শিরোপা জিততে পারেনি। জিদানই প্রথম। এর আগে এই টুর্নামেন্টে (চ্যাম্পিয়ন্স লীগ/ইউরোপিয়ান কাপ) তিন শিরোপা জয়ের মালিক ছিলেন শুধু দু’জন কোচ। বব পেইসলি ও কার্লো আনচেলত্তি। তাদের কৃতিত্বে ভাগ বসিয়ে সর্বকালের সেরাদের অন্যতম কোচ এখন জিদান। এছাড়া গত ৪২ বছরের মধ্যে প্রথম ক্লাব হিসেবে টানা তিন চ্যাম্পিয়ন্স লীগ জেতার কীর্তি গড়েছে জিদানের রিয়াল। সর্বশেষ টানা তিন শিরোপা জিতেছিল বেয়ার্ন মিউনিখ (১৯৭৪-৭৬), ইউরোপিয়ান কাপে (চ্যাম্পিয়ন্স লীগের পূর্ববর্তী সংস্করণ)। এ কারণেই গৌরবান্বিত এ কোচ এখন সব ভুলে এতগুলো অর্জনকে উপভোগ করতে চান, ‘ইতিহাসের অংশ হতে পেরে ভাল লাগছে। সবার আগে মুহূর্তটা উপভোগ করব। এখন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ রাতটা নিশ্চিতভাবেই ঐতিহাসিক মুহূর্ত। টানা তিনবার শিরোপা জেতা, এটা প্রায় পাগল করে দেয়ার মতো একটা অভিজ্ঞতা। আমরা যদি এটা বিশ্বাসও করি সেক্ষেত্রে বলব কঠোর পরিশ্রমের কারণেই হয়েছে। আমাদের যে দল আছে সেটা নিয়ে আমরা আরও অনেকদূর যেতে পারি। কিন্তু টানা তিনবার, সত্যিই বিস্ময়কর। এমনটা করার জন্য নিজেদের সর্বোচ্চটাই উজাড় করে দিতে হয়। খেলোয়াড়রা এক সঙ্গে কি করেছে সেটাই ভাবতে গিয়ে আশ্চর্য হচ্ছি।’ কোচ জিদানের উত্থান সত্যিই অবিশ্বাস্য। যেন তিনি পরশ পাথর হয়ে এসেছেন রিয়ালে। মাত্র আড়াই বছরে ৯টি শিরোপা ছুঁয়ে দেখেছেন তিনি। তিনি কি দেবদূত? তার মধ্যে কি এমন রহস্য লুকিয়ে আছে? জিদান বলেন, ‘আমি যা করছি সেটা শুধুই ধারাবাহিকতার। কোচ হিসেবে শুরুর পর দেখছি আমার খেলোয়াড়রা দারুণ। কোন রহস্য নেই। এটা আসলে অনেক পরিশ্রমের ফসল। আমাদের অনেক ভাল খেলোয়াড় আছে। কিন্তু তার পেছনে অনেক পরিশ্রমও আছে।’
×