ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আফগানদের বিপক্ষে সিরিজে ওয়ালশই প্রধান কোচ

প্রকাশিত: ০৪:১৯, ২৮ মে ২০১৮

আফগানদের বিপক্ষে সিরিজে ওয়ালশই প্রধান কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো কোন জাতীয় দলের প্রধান কোচ হয়েছিলেন। সেটি নিদাহাস ট্রফিতে বাংলাদেশের প্রধান কোচ হয়েছিলেন। হোক সেটি ভারপ্রাপ্ত। প্রথম এ্যাসাইনমেন্টেই বাজিমাত করেছেন। দল ফাইনালে খেলেছে। স্বাভাবিকভাবেই বোঝা হয়ে যায় স্থায়ী কোচ না মেলা পর্যন্ত বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশই বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। শুধু আনুষ্ঠানিক ঘোষণার যেন বাকি ছিল। রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেইল বার্তায় জানিয়ে দিয়েছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ওয়ালশই থাকছেন প্রধান কোচের দায়িত্বে। ওয়ালশও রবিবার সংবাদ সম্মেলনে সিরিজ জয়ের আশার কথার জানিয়ে দিলেন আইপিএল থেকে পায়ের অগ্রভাগে হাল্কা চোট পাওয়া মুস্তাফিজুর রহমানের কাছ থেকে এবার পুরোটা চান। গত বছর নবেম্বরে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন চন্দিকা হাতুরাসিংহে। সেই থেকে এখন পর্যন্ত বিসিবি কোন কোচ বাংলাদেশ জাতীয় দলকে দিতে পারেনি। অনেক চেষ্টা চলছে। নিশ্চিতও হয়ে গিয়েছিল। কিন্তু শেষমুহূর্তে পারিবারিক কারণ দেখিয়ে কোচরা সরে দাঁড়ান। শেষ পর্যন্ত বিসিবি দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান, ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কার্স্টেনের শরণাপন্ন হয়। তাকেই কোচ খোঁজার দায়িত্ব দেয়া হয়। বাংলাদেশে এসে দফায় দফায় ক্রিকেটার, ঘরোয়া কোচ ও বিসিবি কর্মকর্তা এবং বিসিবি সভাপতির সঙ্গেও সভা করেন। আলোচনা করে কেমন কোচ হলে ভাল হয়, তা বোঝার চেষ্টা করে নিজ দেশ চলে যান। জুলাইয়ের প্রথম সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু হবে বাংলাদেশের। এই সিরিজের আগেই একজন কোচ নিয়োগ চূড়ান্ত হবে এমন নিশ্চয়তা দেন কার্স্টেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও তাই বলেন। শেষ পর্যন্ত কি হয়, তা সময়ই বলে দেবে। তবে আপাতত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তি পেসার ওয়ালশের ওপরই ভরসা করতে হচ্ছে বিসিবিকে। আর তাই নিদাহাস ট্রফির পর আফগানদের বিপক্ষে সিরিজেও ওয়ালশই প্রধান কোচ থাকছেন। বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠেয় টি২০ আন্তর্জাতিক সিরিজের জন্য কোর্টনি ওয়ালসকে প্রধান কোচের নিয়োগ দিয়েছে। এই বছরের মার্চে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতেও ওয়ালশ একই দায়িত্ব পালন করেছিলেন।’ রবিবার তাই সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে ছিলেন ওয়ালশও। তিনি সিরিজ জেতার আশাবাদের কথা শোনানোর সঙ্গে আফগানদের বিপক্ষে সিরিজটি যে সামনেও কাজে দেবে তা বুঝিয়েছেন, ‘আমরা সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলব। আছে বিশ্বকাপ। এর আগে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা খুবই গুরুত্বপূর্ণ। যদিও বিশ্বকাপ ৫০ ওভারের। কিন্তু যে কোন প্রতিযোগিতা থেকে আত্মবিশ্বাস পাওয়া যেতে পারে।’ মুস্তাফিজুর রহমানের চোট নিয়েও কথা বলেছেন ওয়ালশ। আইপিএল থেকে চোট বয়ে নিয়ে এসেছেন মুস্তাফিজ। ওয়ালশ জানিয়েছেন, ‘এই মুহূর্তে ওর পায়ের অগ্রভাগে সামান্য সমস্যা আছে। আইপিএলে সে পায়ের আঙ্গুলে একটু আঘাত পেয়েছে। গতকাল (শনিবার) সে যখন রিপোর্ট করেছে তখন শতভাগ ফিট ছিল না। স্বস্তির ব্যাপার হলো এটা কাঁধের চোট নয়, স্রেফ পায়ের অগ্রভাগ।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা ওকে দিন দু’য়েকের বিশ্রাম দিয়েছি। আমরা চাই, ভারতে সে নিজের পুরোটা দিয়ে জ্বলে উঠুক। সে অনেক উন্নতি করেছে। নিজের শক্তি ফিরে পেয়েছে। বোলিংয়ের গতিও ফিরে আসছে। আমার ধারণা, ভারতে সে ভাল করবে।’ শুধু মুস্তাফিজ নন, বোলারদের এগিয়ে আসতে বলেছেন ওয়ালশ, ‘বোলারদের এগিয়ে আসতে হবে, শুধু রুবেল বা ফিজ নয়। যে পেস বোলারকেই ব্যবহার করা হবে আমরা চাই তারা ভাল করুক। স্পিনারদেরও ধারাবাহিক হতে হবে।’
×