ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্ষত্রিয় সমিতির মানববন্ধন

প্রকাশিত: ০৪:১৮, ২৮ মে ২০১৮

ক্ষত্রিয় সমিতির মানববন্ধন

স্টাফ রিপোর্টার নীলফামারী ॥ হিন্দু সম্প্রদায়ের ‘বর্মণ’ উপাধির জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে, নীলফামারী ক্ষত্রিয় সমিতি। রবিবার সকাল ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড় স্মৃতি অম্লান চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের প্রতিনিধির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে জেলা ক্ষত্রিয় সমিতির উপদেষ্টা গোড়াচাঁদ অধিকারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক খোকা রাম রায়, ডোমার হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন রায়, সদর উপজেলা ক্ষত্রিয় সমিতির উপদেষ্টা বঙ্কু বিহারী রায় প্রমুখ।
×