ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে আহত শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৪:১৫, ২৮ মে ২০১৮

শরীয়তপুরে আহত শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৭ মে ॥ ডামুড্যা উপজেলায় কথা অনুযায়ী কাজ না করায় মোস্তফা গান্ধা (৪০) নামের এক নির্মাণ শ্রমিককে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের নেতৃেত্ব পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মোস্তফা একই উপজেলার দারুল আমান ইউনিয়নের রামরায় কান্দি গ্রামের মৃত জয়নাল গান্ধার ছেলে। জানা গেছে, ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোক্তার হোসেন খানের চাচাত ভাই সুজন খান নির্মাণ শ্রমিক মোস্তফাকে তার বাড়ির কাজ করে দেয়ার জন্য কথা বলে। কিন্তু বৃষ্টির পানিতে মোস্তফার ক্ষেতের ইরি-বোরো ধান তলিয়ে যাওয়ায় সুজন খানের বাড়িতে কাজ করতে যেতে পারেনি। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডামুড্যা বাজারের উত্তর পার্শ্বে একটি চায়ের দোকানে মোস্তফা চা খাচ্ছিল। এ সময় সুজন খান গিয়ে কেন কাজ করে দেয়নি জানতে চায়। একপর্যায়ে সুজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এসময় দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোক্তার হোসেন খানের ছেলে ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তন্ময়ের নেতৃত্বে সুজন, তার সহযোগী শাহারুখ ও জীবন মিলে মোস্তফাকে বেদম মারধর করে। এতে মোস্তফা অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে পরদিন মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। শনিবার রাতে মোস্তফা গান্ধা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
×