ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার সাক্ষ্য গ্রহণ ষষ্ঠ বার পেছাল

প্রকাশিত: ০৪:১৩, ২৮ মে ২০১৮

 মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার সাক্ষ্য গ্রহণ ষষ্ঠ  বার পেছাল

নিজস্ব সংবাদাতা, মাগুরা, ২৭ মে ॥ দেশব্যাপী চাঞ্চল্যকর মাগুরা পৌর এলাকার দোয়ারপাড় এলাকায় দু’গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ এর ঘটনায় দায়েরকৃত মামলায় সাক্ষ্য গ্রহণ ৬ষ্ঠ বারের মতো পিছিয়েছে। এই নিয়ে ৬ষ্ঠ বার পেছালো। রবিবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এই আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন অন্যত্র বদলি হওয়ায় নতুন বিচারক না আসায় আগামী ২৭ আগস্ট ২০১৮ পরবর্তী দিন ধার্য করেছে। আসামিরা সেন সুমন, আলী আকবর, মুজিবর, সুমন আলী, ফরিদুর রহমান ফরিদ, সাগর, বাপ্পি গাজী, ইলিয়াস, সোহেল, লিটন মল্লিক, মিল্টন মল্লিক, নজরুল, সোহবান শেখ, সোলাইমান জোয়ারদার, তৈয়বুর রহমান তোতা, মুন্না ও আয়নাল শেখ আদালতে হাজির ছিলেন। উল্লেখ্য, ২০১৫ মালের ২৩ জুলাই মাগুরা পৌর এলাকার দোয়ারপাড় এলাকায় দু’গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ হন। মাগুরা সদর হাসপাতালে অপারেশেনের মাধ্যমে শিশুকন্যা সুরাইয়ার জন্ম হয়। তারা পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়।
×