ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় ঝালকাঠিতে শিশু, ফরিদপুরে ট্রাক হেলপার, নওগাঁয় স্কুলছাত্র, নারায়ণগঞ্জে যুবক, ফটিকছড়িতে টোরিক্সাচালক, মাদারীপুরে ভ্যানযাত্রী, পীরগঞ্জে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। -খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের।

সড়ক দুর্ঘটনায় শিশু ও স্কুলছাত্রসহ নিহত সাত

প্রকাশিত: ০৪:১২, ২৮ মে ২০১৮

সড়ক দুর্ঘটনায় শিশু ও  স্কুলছাত্রসহ  নিহত সাত

ঝালকাঠি রাজাপুর উপজেলার সদরের আদর্শ মোড় (হাইজ্যাকমোড়) মায়ের সঙ্গে রাস্তা পারাপারের সময় অটোবাইকে পিষ্ট হয়ে রনি মুন্সী নামে ৬ বছরের শিশু নিহত হয়েছে। রবিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। রনি মুন্সী রাজাপুরের পশ্চিম বাদুড়তলা হারুন মুন্সীর পুত্র। ফরিদপুর বোয়ালমারীতে একটি পাথর ভর্তি ট্রাক উল্টে নিচে চাপা পড়ে নিহত হয়েছেন ওই ট্রাকের হেলপার মোঃ মিলন শেখ (৩৫)। রবিবার সকাল ৬টার দিকে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের কানখরদী সেতুর নিকট এ ঘটনা ঘটে। নিহত মোঃ মিলন শেখ বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার আশিকপুর গ্রামের মোঃ খালেক শেখের ছেলে। নওগাঁ সাপাহার উপজেলার খঞ্জনপুর-ভিওইল পাকা রাস্তায় চলন্ত মোটরবাইকের ধাক্কায় আনোয়ার হোসেন (১২) নামে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে। জানা গেছে, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভিওইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর এক ছাত্রকে নিয়ে লালচান্দা গ্রামের জালাল উদ্দীনের শিশুপুত্র আনোয়ার হোসেন তার বাইসাইকেলে চড়ে খঞ্জনপুর বাজারে আসছিল। পথে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা মোটরবাইক তাকে ধাক্কা দেয়। নারায়ণগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি লেগুনার ধাক্কায় সায়মন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর ৫টায়। নিহত সায়মন পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার তুলাতুলি মনিপাড়া এলাকার জহির মিস্ত্রীর ছেলে। সে নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় বসবাস করত। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া। ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো-খাগড়াছড়ি সড়কের বাগান বাজার এলাকায় এক সড়ক দুর্ঘটনায় অটোরিক্সাচালক মীর হোসেন প্রকাশ হারুন (৩৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার বিকেলে এ দুর্ঘটনায় আহত হওয়ার পর রামগড় হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে সে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায়। মাদারীপুর রবিবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে সদর উপজেলার ঘটকচর এলাকার পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যান গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আলেফ সরদার (৩০) নামে একজন নিহত হয় ও তার সঙ্গে থাকা আর ২ জন আহত হয়। পীরগঞ্জ রবিবার বেলা ১১টায় পীরগঞ্জ উপজেলার মিলন বাজার পাকা সড়কে মিনি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত ব্যক্তি দিনাজপুর জেলার বিরল উপজেলার আলহাজ লুৎফর রহমানের পুত্র এবাদত আলী (৩২) বলে জানা গেছে।
×