ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটোরে সড়ক সংস্কারে অনিয়ম ॥ কাজ বন্ধ করলেন এলাকাবাসী

প্রকাশিত: ০৪:১২, ২৮ মে ২০১৮

 নাটোরে সড়ক সংস্কারে  অনিয়ম ॥ কাজ বন্ধ  করলেন এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৭ মে ॥ বড়াইগ্রামে অনিয়মের অভিযোগে বিক্ষুব্ধ গ্রামবাসী রাস্তার সংস্কার কাজ বন্ধ করে দিয়েছে। এ সময় তারা সিডিউল অনুযায়ী মানসম্মত কাজের দাবিতে বিক্ষোভ করেন। এ ঘটনার পর থেকে রাস্তাটিতে কাজ বন্ধ রয়েছে। এদিকে, রবিবার নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুভাষ কুমার সাহা ও উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী রাস্তাটি পরিদর্শন করেছেন। জানা যায়, জোয়াড়ি ইউনিয়নের রামাগাড়ী শাহ্পাড়া থেকে হারোয়া রহিমের বটতলা পর্যন্ত মোট দুই হাজার ৬১০ মিটার রাস্তার সংস্কার কাজ চলছে। প্রায় ৪৬ লাখ টাকা ব্যয় বরাদ্দে মেসার্স খায়রুল কবির রানা কনস্ট্রাকশন এ রাস্তাটির কাজ করছে। কিন্তু সংস্কার কাজে অনিয়ম হওয়ার অভিযোগে শনিবার বিকেলে রামাগাড়ী ও শ্রীখন্ডি গ্রামের শতাধিক লোক সেখানে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে। রবিবার সরজমিনে ঘটনাস্থলে গেলে কাজ বন্ধ থাকতে দেখা যায়। এ সময় স্থানীয়রা জানান, কার্পেটিংয়ের আগে রাস্তায় পড়ে থাকা মাটি ও ধুলাবালি পরিষ্কার না করে দেশীয় বিটুমিনের পরিবর্তে নিম্নমানের ইরানী বিটুমিন (পিচ) দিয়ে কার্পেটিং করা হচ্ছে। যথাযথ ফিনিশিং না করায় রাস্তা উঁচু-নিচু হয়েছে। কার্পেটিংয়ের আগে সঠিকভাবে প্রাইম কোটও করা হয়নি। নিম্নমানের বিটুমিনের কারণে কার্পেটিং শক্ত হচ্ছে না। ফলে যেসব জায়গায় তিন দিন আগে কাজ করা হয়েছে, সেখানে গাড়ি ব্রেক করলে অথবা সামান্য খোঁচার আঘাতেও কার্পেটিং উঠে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা। উপজেলা প্রকৌশলী আহসান হাবীব জানান, আমি কাজ দেখেছি। আমার মতে সংস্কার কাজ ভাল ভাবেই হচ্ছে। উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ রাস্তটি পরিদর্শন করে কিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। পরে ঠিকাদারকে সঠিকভাবে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
×