ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈদে রাজশাহী-ঢাকা রুটে চলবে ‘স্পেশাল ট্রেন’

প্রকাশিত: ০৪:০৭, ২৮ মে ২০১৮

ঈদে রাজশাহী-ঢাকা রুটে চলবে ‘স্পেশাল ট্রেন’

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ঈদে যাত্রী ভোগান্তি কমাতে ও ঈদযাত্রা সহজ করতে রাজশাহী-ঢাকা রুটে এবার স্পেশাল ট্রেন চলাচল করবে। ঈদের তিনদিন আগে ‘ঈদ স্পেশাল’ নামের এ ট্রেনটি চলবে। এ ছাড়া এ রুটে পদ্মা, সিল্কসিটি ও ধূমকেতু এক্সপ্রেস আগের সময়ে চলবে। রাজশাহী রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের তিনদিন আগে থেকে ‘ঈদ স্পেশাল’ ১৬ বগি নিয়ে রাজশাহী-ঢাকা রুটে চলবে। ‘ঈদ স্পেশাল’ ট্রেনটি সাতদিন চলবে। এই ট্রেন দুপুর দেড়টায় রাজশাহী থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশে। ঢাকায় পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ৯টা ২৫ মিনিটে ছাড়বে। রাত সাড়ে তিনটার দিকে রাজশাহী পৌঁছাবে। রাজশাহী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঈদের ১০ দিন আগে অগ্রিম টিকিট পাওয়া যাবে। আগামী এক জুনের টিকিট বিক্রি হবে ১০ জুন, দুই জুনের ১১ জুন সোমবার, তিন জুনের ১২ জুন মঙ্গলবার, চার জুনের ১৩ জুন বুধবার, পাঁচ জুনের ১৪ জুন বৃহস্পতিবার, ছয় জুনের ১৫ জুন শুক্রবার। এ ছাড়া ঈদের ১০ দিন আগে ফেরত টিকিট পাওয়া যাবে। ৯ জুন শনিবারের যাত্রীরা যাত্রা করবেন ১৮ জুন সোমবার, ১০ জুন রোববারের যাত্রীরা যাত্রা করবেন ১৯ জুন মঙ্গলবার, ১১ জুন সোমবারের যাত্রীরা যাত্রা করবেন ২০ জুন বুধবার, ১২ জুন মঙ্গলবারের যাত্রীরা যাত্রা করবেন ২১ জুন বুধবার। আর ১৩ জুন বুধবারের যাত্রীরা যাত্রা করবেন ২২ জুন শুক্রবার। সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফা জানান, এ রুটের আগের সব ট্রেন নিয়মিত সময়সূচীতেই চলবে। ঈদের পাঁচদিন আগে (সোমবার) থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। তিনি জানান, রাজশাহী-ঢাকা রুটের বাড়তি একটি ট্রেনের কারণে ঈদের পর কর্মক্ষেত্রে ফেরা মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে। এ ছাড়া যাত্রী হয়রানি বন্ধে রেল পুলিশ ও আনসার সদস্যরা কাজ করবেন। ট্রেনের টিকিট বিক্রিতে যেন কোন ধরনের সমস্যা না হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এ ছাড়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে স্টেশনের সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফা জানান।
×