ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৪:০৬, ২৮ মে ২০১৮

চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাজার মনিটরিং এবং খাদ্যে ভেজাল প্রতিরোধ কার্যক্রমের আওতায় চট্টগ্রামের বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান চলছে ভ্রাম্যমাণ আদালতের। ভ্রাম্যমাণ আদালত রবিবার সকালে অভিযান পরিচালনা করে চকবাজার এলাকায়। সেখানে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগ দুই প্রতিষ্ঠানকে দ- প্রদান করেন। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে চকবাজার থানাধীন গুলজার টাওয়ার, মতি টাওয়ার সুবসতি ছৈয়দ সেন্টারে ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় পেনডোরা নামের এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং মতি টাওয়ারের লেডিস ফ্যাশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
×