ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রানীনগরে যুবলীগ নেতা খুন

প্রকাশিত: ০৩:০১, ২৭ মে ২০১৮

রানীনগরে যুবলীগ নেতা খুন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁর রানীনগরে প্রতিপক্ষের হামলায় আজিম উদ্দিন (৩২) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। নিহত আজিম উদ্দিন রানীনগর উপজেলার করজগ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় কালীগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি। ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানায়, রানীনগর উপজেলার খানপুকুর এলাকার একটি বিবাদমান খাস পুকুর দখলকে কেন্দ্র করে যুবলীগ সভাপতি আজিম উদ্দিনের সঙ্গে আওয়ামীলীগের আরেকটি পক্ষের বিরোধ চলছিল। এরই জের ধরে এদিন বিকেলে খানপুকুর বাজারে নিজেকে আওয়ামীলীগার দাবীদার সায়েম উদ্দিন নামে এক যুবকের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আজিম উদ্দিনের ওপর হামলা চালায়। হামলায় অন্তত ১০ জন আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান যুবলীগ সভাপতি আজিম উদ্দিন। এদিকে ঘটনার পর রানীনগর এলাকা জুড়ে মানুষের মাঝে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, সংঘবদ্ধ এই সন্ত্রাসী চক্রটি নিজেদের আওয়ামীলীগার দাবী করে এলাকার বিভিন্ন খাস পুকুর জবরদখলসহ রাতের আঁধারে অন্যের পুকুরের মাছ লুটসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। কেউ প্রতিবাদ করার সাহস পায়না। এদের বিরুদ্ধে প্রশাসনও কোন পদক্ষেপ গ্রহন করেনা। ফলে দিনের পর দিন তারা বেপরোয়া হয়ে উঠেছে। ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুনিদের গ্রেফতারে এলাকায় ডিবি পুলিশের তল্লাশী শুরু হয়েছে। রানীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় রানীনগর থানায় একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।
×