ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা নির্বাচনী মাঠে

প্রকাশিত: ০৭:৪১, ২৭ মে ২০১৮

গাজীপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা নির্বাচনী মাঠে

মোস্তাফিজুর রহমান টিটু, গাজীপুর ও নুরুল ইসলাম, টঙ্গী ॥ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলের প্রার্থীকে বিজয়ী করতে স্থানীয় এমপিরা জেলা ও মহানগর আওয়ামী লীগসহ শরিক ১৪দলীয় জোটের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে জোরেশোরে কাজ শুরু করেছেন। প্রতিদিন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে বৈঠক করে তারা নানা হিসাব-নিকাশ করে নির্বাচনী কৌশল নির্ধারণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অপরদিকে সমানতালে পাল্লা দিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর পক্ষে কর্মকৌশল নির্ধারণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতিদিনই উভয় জোটের নেতা -কর্মীরা নানা কৌশলে নিজেদের দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। বসে নেই অন্য প্রার্থীরাও। নির্বাচনে প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গাজীপুর সিটির বিভিন্ন এলাকায় সভা ও গণসংযোগ করছেন। তাদের সঙ্গে বিভিন্ন ঘরোয়া বৈঠকে প্রায়ই যোগ দিচ্ছেন দলের একাধিক কেন্দ্রীয় নেতা। তারা ভোটারদের বাড়ি বাড়ি, অফিস ও মিল কারখানায় দল বেঁধে ছুটছেন। এলাকা চষে বেড়াচ্ছেন। এবারের নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে হেভিওয়েট দুই প্রার্থী আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (নৌকা) ও বিএনপির হাসান উদ্দিন সরকারের (ধানের শীষ) মধ্যে। সবার দৃষ্টিই এখন এ দু’প্রার্থী ও তাদের নির্বাচনী কার্যক্রমের দিকে। শনিবার নিজেদের নির্বাচনী কার্যক্রম পরিচালনার এক পর্যায়ে বিকেলে গাজীপুর প্রেসক্লাবে আলোচনা সভায় এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (নৌকা) ও বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার (ধানের শীষ)সহ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের বিভিন্ন প্রার্থী অংশ নেন। প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি, জাহিদ আহসান রাসেল এমপি, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরসহ বিশিষ্টজনরা অংশ নেন। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাদের বক্তব্যকালে নির্বাচনকালে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের আহবান জানান। শনিবার গাজীপুর ২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লাহ খান জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে টঙ্গীর কয়েকটি ওয়ার্ডে অনুষ্ঠিত একাধিক আলোচনা সভা ও বৈঠকে এবং দোয়া মাহফিলে অংশ নেন। তারা একসঙ্গে ইফতার মাহফিলেও অংশ নেন। এ সময় তারা স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। গাজীপুর আওয়ামী লীগের জনপ্রিয় এ তিন নেতাকে একসঙ্গে নির্বাচনী মাঠে পেয়ে মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দসহ ভোটারদের মাঝে আনন্দ ও স্বস্তি ফিরে আসে। অপরদিকে ২০ দলীয় জোট সমর্থিত বিএনপি প্রার্থী (ধানের শীষ প্রতীক) হাসান উদ্দিন সরকার শনিবার টঙ্গীতে নিজ বাসভবনে নির্বাচনী কলাকৌশল নিয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করেন। বিকেলে তিনি জেলা বিএনপি কার্যালয়ে ধানের শীষের নির্বাচন মনিটরিং সেলের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। পরে মহানগরের চাপুলিয়ায় স্থানীয় বিএনপি ইফতার মাহফিলে ও শহরে গাজীপুর প্রেসক্লাবের ইফতার মাহফিলে শরিক হন। স্থানীয়দের সঙ্গে আলাপকালে মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
×