ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং

প্রকাশিত: ০৭:৩২, ২৭ মে ২০১৮

কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং

বর্তমান সময়ের চাহিদা সম্পন্ন বিষয় কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সরকারী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারী বিশ্ববিদ্যলয়েও এ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অন্যতম। আসুন জেনে নেই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ বিষয়ে পড়ার বিস্তারিত। কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ : বিশ্ব পরিম-লের পরিবর্তনের পাশাপাশি পরিবর্তিত হচ্ছে প্রযুক্তি। আর প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকা শক্তি হচ্ছে কম্পিউটার। ১৯৯৬ সালে এ ইউনিভার্সিটিতে চালু হয় কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগটি। বর্তমানে এ বিভাগে ইউনিভার্সিটিতে প্রায় দুই হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। পাস করেছেন প্রায় ২৩০০ শিক্ষার্থী। পাসকৃত এসকল শিক্ষার্থীরা দেশ ও বিদেশের নামী-দামী বিভিন্ন সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানে কর্মে নিয়োজিত আছেন। এরা প্রত্যেকেই নিজ নিজ কর্মস্থলে অত্যন্ত দক্ষতার সঙ্গে সাফল্যের স্বাক্ষর রাখছেন। এ ইউনিভার্সিটির গর্ব হলো এখানে রয়েছে মানসম্পন্ন অত্যাধুনিক ল্যাবরেটরি এবং মাল্টিমিডিয়া সুবিধাসহ সুসজ্জিত ক্লাসরুম। এ বিভাগের অধীনে রয়েছে আটটি সু-বৃহৎ কম্পিউটার ল্যাবরেটরি। ল্যাবরেটরিতে রয়েছে প্রায় ৩০০টি অত্যাধুনিক কম্পিউটার। রয়েছে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা গতি সম্পন্ন ইন্টারনেট ও ফ্রি ওয়াইফাই সার্ভিস। এ বিভাগের অধীনে তিনটি কোর্স পরিচালনা করা হয়। কোর্সগুলো হলো বিএসসি ইন সিএসই (দিবা/সান্ধ্যকালীন), এমএসসি ইন সিএসই এবং মাস্টার্স অব কম্পিউটার এ্যাপ্লিকেশন (এমসিএ)। এছাড়া ৪টি শর্ট সার্টিফিকেট কোর্স পরিচালনা করা হয়। কোর্সগুলো হলো ওয়েব ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট এ্যানড্রয়েড, নেটওয়ার্কিং, ডাটাবেজ ম্যানেজমেন্ট। স্থায়ী ক্যাম্পাস : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বাড্ডার সাতারকুলে স্থাপন করা হয়েছে। ৬২ হাজার বর্গফুটের বিশিষ্ট ৩টি ভবন রয়েছে। স্থায়ী ক্যাম্পাসে ওয়াইফাই, ক্যান্টিন, ব্যায়ামাগার ও আধুনিক অডিটোরিয়াম রয়েছে। স্থায়ী ক্যাম্পাসে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসার জন্য বাস ও শাটল সার্ভিস রয়েছে। বছরের বিভিন্ন সময়ে স্থায়ী ক্যাম্পাসে ইনডোর ও আউটডোর গেমসের আয়োজন করা হয়। সবুজে ঘেরা ও প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট এই স্থায়ী ক্যাম্পাসের পরিবেশ মনোমুগ্ধকর। যোগাযোগ : বাড়ি-০৪, সড়ক-০১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩। মোবাইল : ০১৯৩৯৮৫১০৬১-৪। নাঈম খান
×