ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে ডায়রিয়ার প্রকোপ

প্রকাশিত: ০৭:৩০, ২৭ মে ২০১৮

পিরোজপুরে ডায়রিয়ার প্রকোপ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৬ মে ॥ পিরোজপুরে ডায়রিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, ঘণ্টায় ঘণ্টায় রোগী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে খাবার স্যালাইন ও ওষুধের সঙ্কট দেখা দিয়েছে। স্বজনদের চড়া দামে বাইরে থেকে ওষুধ কিনে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে সরকারী হিসেবে ১২৮ ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। তবে বেসরকারী হিসেবে এ সংখ্যা ৫ শতাধিক আক্রান্ত হচ্ছে। বরিশালে আম পাড়া নিয়ে সংঘর্ষে সাতজন আহত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গাছের আম পাড়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বাগ্বিত-ার একপর্যায়ে হামলা ও সংঘর্ষে সাতজন আহত হয়েছে। গুরুতর আহত দুইজনকে শেবাচিম হাসপাতালে ও অপর পাঁচজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামের কেবলার ভিটা নামক এলাকায়। জানা গেছে, শুক্রবার সকালে পূর্ব শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কেবলার ভিটায় নিজেদের গাছে আম পাড়তে যায় একই গ্রামের আলমগীর হাওলাদার ও বেল্লাল হাওলাদার। এ সময় একই গ্রামের আদম আলী হাওলাদারের বখাটে পুত্র তুহিন হাওলাদার আম পাড়তে বাধা দিলে উভয়ের মধ্যে বাগ্বিত-া হয়।
×