ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাভায় ভরল রাস্তা

প্রকাশিত: ০৭:২৯, ২৭ মে ২০১৮

লাভায় ভরল রাস্তা

চলতি মাসের শুরু থেকেই কিলাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে হাওয়াই দ্বীপে এখন পর্যন্ত প্রায় ২২০০ একর জমি নষ্ট হয়ে গেছে লাভার স্রোতে। ভূবিজ্ঞানীরা বলেছেন, কিলাউ আগ্নেয়গিরি থেকে এখন আরও ‘অনেক কিছুই বেরুনোর বাকি’। ১০০ বছরের মধ্যে এমন ভয়াবহ লাভা উদগিরণ এই আগ্নেয়গিরি থেকে হয়নি। -ওয়েবসাইট কুকুরের আদরে হাঁসের বাচ্চা হাঁস ও কুকুরের মধ্যে সাধারণত বন্ধুত্ব হয় না। কিন্তু যুক্তরাজ্যের উত্তরাঞ্চলীয় কাউন্টি এসেক্সের স্ট্যানশেড শহরে একটি কুকুরের আদরে বড় হচ্ছে একঝাক হাঁসের বাচ্চা। চলতি মে মাসের সতেরো তারিখে ওই শহরের একটি বাড়িতে সদ্য জন্ম নেয়া কিছু হাঁসের বাচ্চা রেখে মা হাঁসটি হারিয়ে যায়। এর পর থেকে ওই কুকুরটিই তাদের মায়ের ভূমিকা পালন করছে। -ওয়েবসাইট
×