ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে সংঘর্ষ ॥ সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ১০

প্রকাশিত: ০৭:২৬, ২৭ মে ২০১৮

মাদারীপুরে সংঘর্ষ ॥ সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৬ মে ॥ পূর্ব শক্রতার জের ধরে রাজৈর উপজেলার কদমবাড়িতে দুইপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জন আহত হয়। আহতদের রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড় ৮ টার দিকে কদমবাড়ি ইউনিয়নের পুকুরিয়া গ্রামে। জানা গেছে, কদমবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দীনেশ বিশ^াস শনিবার সকাল ৮টার দিকে স্থানীয় পুকুরিয়া বাজারে চা পান করতে যান। এ সময় পূর্ব থেকে বাজারে অবস্থানরত তরুণী বিশ্বাসের সমর্থকদের সঙ্গে দীনেশ বিশ্বাস ও তার সমর্থকদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়। নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শনিবার নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও বিশেষ ডিভাইসের মাধ্যমে উত্তর সরবরাহ চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে বেশ কিছু ইলেক্ট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। বাইপাস সড়কের নিকটস্থ শহরের কোমাইগাড়ী মহল্লার জনৈক তাজুলের বাড়িতে তল্লাশি চালিয়ে ডিভাইসগুলো উদ্ধার করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন দুপুর আড়াইটায় তাঁর মিলনায়তনের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য প্রদান করেন।
×