ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৩৭ বছরের স্থাপনা গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা

প্রকাশিত: ০৭:২৬, ২৭ মে ২০১৮

৩৭ বছরের স্থাপনা গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৬ মে ॥ ৩৭ বছরের স্থাপনা মোঃ বাকের হোসেন খানের নেতৃত্বে ভেঙ্গে দিল ভাড়াটে সন্ত্রাসীরা। ঘটনা ঘটে আমতলী উপজেলার গাজিপুর বন্দরে শনিবার দুপুরে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, ১৯৮০ সালে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম মোঃ বেলায়েত হোসেন খান গাজীপুর বন্দরে ৬ শতাংশ জমি ক্রয় করে। ওই জমি তৎকালীন মহিলা ইউপি সদস্য মাকসুদা বেগমকে চেয়ারম্যান বেলায়েত হোসেন খান মৌখিক দান করে যান। দীর্ঘ ৩৭ বছর ধরে ওই জমিতে মাকসুদা বেগম গৃহ নির্মাণ করে বসবাস করে আসছে। এ বছর ৮ মে ওই জমি সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন খানের ছেলে মোঃ বাকের হোসেন খান নিজের দলিলকৃত জমি দাবী করে আমতলী থানায় সাধারণ ডায়েরি করেন। উভয়পক্ষের আপোস-মীমাংসার জন্য আমতলী থানা পুলিশ সালিশ মেনে দেয়। শনিবার ছিল ওই সালিশ বৈঠকের নির্ধারিত দিন। সালিশ বৈঠকে বসার পূর্বেই মোঃ বাকের হোসেন খানের নেতৃত্বে আমতলীর সন্ত্রাসী নাঈম মিয়াসহ ২০/৩০ জন ভাড়াটে সন্ত্রাসী এসে জমির ওপর স্থাপনা ভেঙ্গে ফেলে। পরে ওই জমিতে ঘর নির্মাণ করে দখলের চেষ্টা করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×