ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শচীনের সেরা রশীদ খান

প্রকাশিত: ০৭:২২, ২৭ মে ২০১৮

শচীনের সেরা রশীদ খান

স্পোর্টস রিপোর্টার ॥ সব সময় ভাবতাম ও একজন ভালমানের স্পিনার। তবে এখন থেকে আমার আর বলতে দ্বিধা নেই যে টি২০-তে রশিদ খানই বিশ্বসেরা। মনে রাখতে হবে ব্যাট হাতেও কিন্তু যথেষ্ট প্রতিভাবান সে। সব মিলিয়ে অসাধারণ এক ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকর। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে ১০ বলে ২ চার এবং ৪ ছক্কায় ৩৪ রান করেন রশিদ, এরপর বল হাতে ৪ ওভারে ১৯ রান খরচায় ৩ উইকেট নেন এবং ফিল্ডিংয়ে ৩টি ক্যাচের পাশাপাশি ১টি দুর্দান্ত রানআউটও করেন আফগান তরুণ। সানরাইজার্স হায়দরাবাদকে ফাইনালে তুলে আনার দিনে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। কেবল শচীন নয়, ক্রিকেটবিশ্বই ১৯ বছর বয়সী রশীদ খানে মুগ্ধ। অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগস্পিনার শেন ওয়ার্ন লিখেছেন, একজন লেগস্পিনার হিসেবে বিভিন্ন ধরনের লেগস্পিনারকে পরখ করে দেখতে সব সময় ভাল লাগে আমার। তবে রশিদ খানের মতো স্পিনাররা সব সময় আমাকে গর্বিত অনুভব করায়। ও বড় ম্যাচের চাপ খুব সহজভাবেই কাটাতে পারে। জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের মতে, আইপিএলের ইতিহাসে অমরত্বের পর্যায়ে পৌঁছে যাচ্ছেন রশিদ, রশিদ খান এই বছরে রশিদ খান, লাসিথ মালিঙ্গা এবং সুনিল নারিনের মতো আইপিএল বোলারদের শ্রেষ্ঠত্বে পৌঁছে গেছে। রশিদ খান নিজেকে টি২০র সবচেয়ে দামী খেলোয়াড়ে পরিণত করছেন বলে মনে করেন ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া, রশিদ খান নিজেকে টি২০ ক্রিকেটের সবচেয়ে দামী ক্রিকেটারে পরিণত করছেন। ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের মন্তব্য, ১০ ওভার শেষে কলকাতার রান ছিল ২ উইকেটে ৯৩ রান। সহজেই জয় দেখছিল তারা।
×